প্রত্যেকেই সেই দিনটার অপেক্ষায় ছিলেন। ‘কবে আসবে সেই দিনটা?’ এটাই ছিল সবার মুখের এক প্রশ্ন। তবে সেই দিনটা যে খুব শ্রীঘ্রই আসবে, এটা সবাই জানতো। অবশেষে সেই দিন এল। ২০২৩ সালের ১৫ নভেম্বর। বিশ্বকাপের সেমিফাইনালের মাঠেই গড়লেন ইতিহাস। একদিনের ক্রিকেটে ৫০টি সেঞ্চুরি করে রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি!
সচিন তেন্ডুলকরের সেই মহারেকর্ড ভেঙে দিলেন বিরাট। তাঁর সামনেই ঘটল সেই ঘটনা।
ওয়াংখেড়ের মাঠে এইদিন নিউজিল্যান্ডের কাছে কোহলির নামে কোনও জবাব ছিল না। শুরুর দিকে একবার এলবিডব্লিউ-র আপিল করেছিল নিউজিল্যান্ড। তবে আউট ছিলেন না কোহলি। তারপর শুরু হয় কোহলির জাদু আর ভয়ঙ্কর চাপে ফেলল নিউজিল্যান্ড দলকে।
একদিনের ক্রিকেটে সচিনের ছিল ৪৯টি সেঞ্চুরি। এতদিনে কেউ তাঁকে টপকাতে পারেননি। কিন্তু এদিন বিরাট কোহলি সেই রেকর্ড টপকে গেলেন। একদিনের ক্রিকেটে তাঁর এখন সেঞ্চুরির সংখ্যা ৫০তম।
এদিন সচিন ম্যাচ দেখতে এসেছিল। তাঁর সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন বিরাট। তারপরেই মাঠেই সচিনের উদ্দেশে সম্মান জানালেন। বিরাটের সাফল্যে সবাই উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন, সেইসময় সচিনও তাঁকে সম্মান দিলেন।
এবছরের বিশ্বকাপে অপ্রতিরোধ্য ভারত দল। কেউ রুখতে পারবে না তাঁদের। অন্যদিকে বিশ্বকাপে অপ্রতিরোধ্য বিরাট কোহলি। তাঁকে থামানোর কারোর সাধ্যি নেই। এছাড়া বিশ্বকাপে সব থেকে বেশি রান করা ব্যাটার এখন বিরাট কোহলি। দেখা যাচ্ছে সেইদিক থেকেও মাস্টার ব্লাস্টার সচিনকে পিছনে ফেলে দিয়েছেন তিনি।
অনেকের বিশ্বাস যে সচিনের একশো সেঞ্চুরির মহারেকর্ড ভেঙে দেবেন বিরাট। কিন্তু এই কথার বিরোধিতা করতেন আগে অনেকেই। তবে বোধ হয় এখন তাঁরা আর বিরোধ করবেন না। সবার বিশ্বাস যে ভারতের অপ্রতিরোধ্য বিরাটের এবার একশো সেঞ্চুরি করতে আর বেশিদিন লাগবে না।