ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়কের তকমা তো আগেই পেয়েছিলেন তিনি। তবে এইবার আরও একটি পালকের সংযোজন হল কোহলির মুকুটে। শুক্রবার প্রথম দিনের শেষে বাংলাদেশের বিরুদ্ধে ৫৯ রান করে অপরাজিত থেকে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রান করলেন তিনি। আর তার সাথে সাথেই আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫ হাজার রান করার রেকর্ড এখন তারই দখলে। অধিনায়ক হিসাবে সর্বচ্চ রান করার রেকর্ডের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন তিনি। ১০৯ ম্যাচে ৮ হাজার ৬৫৯ রান করে শীর্ষে রয়েছে দক্ষিন আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথ, দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক অ্যালান বর্ডার ও তৃতীয় স্থানে রয়েছে আরেক অসি অধিনায়ক রিকি পন্টিং। অন্যদিকে আরও একটি রেকর্ডের অধিকারী হয়েছেন ভারতীয় পেসার ইশান্ত শর্মা। গোলাপি বলে পাঁচ উইকেট নিয়ে এই রেকর্ডের অধিকারী হয়েছেন তিনি।