সোশাল মিডিয়ায় ১০০ মিলিয়ন

২২ গজে তিনি যতটা জনপ্রিয় ঠিক ততটাই তিনি জনপ্রিয় সোশাল মিডিয়াতেও। তিনি হলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শনিবার তাঁর সোশাল মিডিয়া ফলোয়ার সংখ্যা ছুলো ১০০ মিলিয়ন। ফলত একজন ক্রিকেটার হিসাবে সোশাল মিডিয়ায় জনপ্রিয়তায় নজির গড়লেন তিনি। ১০০ মিলিয়ন না হলেও এর আগে সোশাল মিডিয়ায় সবচেয়ে জনপ্রিয় ছিলেন কিংবদন্তি শচিন তেন্দুলকর। তবে বিগত বেশ কিছু বছর ধরে বিরাট কোহলির বিভিন্ন পোস্ট যেমন,  ভারতীয় টিমের স্ট্র্যাটেজি হোক বা স্ত্রী অনুষ্কার সাথে পোস্ট মন জয় করে দর্শকদের। তবে জনপ্রিয়তার শীর্ষে আছে পোর্তুগাল তথা জুভেন্তাসের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। টুইটারে তাঁর ৭৭.৮ মিলিয়ান ফলোয়ার। ৪৩ মিলিয়ান টুইটার ফলোয়ার নিয়ে দ্বিতীয় স্থানে আছে নেইমার জুনিয়ার। ৪২.৭ মিলিয়ান ফলোয়ার নিয়ে তৃতীয় স্থানে আছে বাস্কেটবল তারকা লেব্রন জেমস। তবে ক্রিকেটার হিসাবে সবথেকে জনপ্রিয় হলেও ক্রীড়াবিদ হিসাবে টুইটারে বিরাট কোহলির ফলোয়ার সংখ্যা ২৯.৪ মিলিয়ন। অধিনায়কত্বের পাশাপশি তিনি যে তাঁর সমর্থদেরও পরিচালনা করতে সক্ষম তা আবারও প্রমান করলেন তিনি। এই মুহূর্তে তিনি স্বয়ং যে ভারতের একটি জনপ্রিয় ব্র্যান্ড তাতে কোনও সন্দেহ নেই।

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...