কনকাশন সাবস্টিটিউট নিয়ে মুখ খুললেন বিরাট

চলতি অ্যাসেজ সিরিজ থেকে একাধিক নতুন নিয়ম চালু করেছিল আইসিসি আর এর মধ্যে অন্যতম হলকনকাশন সাবস্টিটিউট অর্থাৎ কোনও ব্যাটসম্যান মাথায় বা ঘাড়ে চোট পেলে পরিবর্ত ব্যাটসম্যান  হিসাবে আরও এক ব্যাটসম্যান খেলতে পারে তার জায়গায়। সোমবার ভারত ওয়েস্ট ইন্ডিজ-এর দ্বিতীয় টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে চোট পাওয়া ড্যারেন ব্রাভো জায়গায় নামেন জার্মেইন ব্ল্যাকউড নিয়ে নানা আলোচনা হয় ক্রিকেট মহলে। আর এবার নিয়ে মুখ খুললেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি 

এই নিয়ম নিয়ে যথেষ্ট ইতিবাচক বিরাট। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে বিরাট জানান, “আমার মনে হয় এটা সঠিক। টেস্ট ক্রিকেট একেবারে অন্যরকম কারণ চোট পেয়ে আপনি হয়ত সেইদিন খেলতে পারবেন, কিন্তু পরের দিন যখন ব্যাট করতে নামবেন তখন পরিস্থিতি অন্যরকমও হতে পারে

এর সাথে তিনি আরও যোগ করেন, “এই বছরের আইপিএল- এবি ডিভিলিয়ার্স চোট পেয়েছিল জসপ্রীত বুমরাহ-এর বলে। সেই রাতে সে ঠিকঠাক ব্যাটিং করেছিল কিন্তু পরদিন সকালে তার মাথা ঝিমঝিম করতে থাকে। তাই টেস্ট ক্রিকেটে এই নিয়ম একেবারে যুক্তিযোগ্য। কনকাশন আপনাকে সেরকমই পরিস্থিতিতে ফেলে দেয়। তাই আমার পূর্ণ সমর্থন আছে এই নিয়মের উপর।উল্লেখ্য, চলতি অ্যাসেজ সিরিজের দ্বিতীয় টেস্টে জোফ্রা আর্চারের বলে স্টিভ স্মিথ মাথায় চোট পাওয়ার পর কনকাশনের দরুণ তাকে খেলা থেকে বিরত রাখা হয়েছিল। আর তার জায়গায় ক্রিকেট ইতিহাসে প্রথম কনকাশন সাবস্টিটিউট হিসেবে মাঠে নামেন মার্নাস লাবুশানে

এটা শেয়ার করতে পারো

...

Loading...