এবার সচিনের রেকর্ড স্পর্শ করল বিরাট! তেন্ডুলকরের শুভেচ্ছাবার্তা শুনে কি বললেন কোহলি?

গত রবিবার ইডেনের মাঠে নিজের জন্মদিনে ৪৯তম শতরান করে তেন্ডুলকরের রেকর্ড ছুঁল ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। নিজেকে সহ গোটা দেশকে উপহার হিসেবে দিলেন তিনি। খেলে ফেরার পরেই টুইট করেছিলেন তিনি। সেখানেই সচিন তেন্ডুলকর প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন বিরাটকে।

ম্যাচের পর কোহলিকে সে কথা মনে করিয়ে দিতেই ভারতের প্রাক্তন অধিনায়কের এক কথায় জানিয়ে দেয়, ‘আমি কোনও দিনও সচিন হতে পারব না।’ তাঁর গোটা বক্তব্যে ‘আদর্শ’ সচিনের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রতি পদে উল্লেখ করেছেন।

104990811_11zon

কোহলি তাঁর রেকর্ড স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক্স প্ল্যাটফর্মে তাঁকে শুভেচ্ছা জানান সচিন। সেখানে লেখেন,“দারুণ খেললে বিরাট। ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে আমার ৩৬৫ দিন সময় লেগেছিল। তবে আশা করি তোমার ৪৯ থেকে ৫০-এ পৌঁছতে কয়েক দিন সময় লাগবে এবং আগামী কিছু দিনের মধ্যেই তুমি আমার রেকর্ড ভেঙে দেবে। শুভেচ্ছা।”

সচিনের এই বার্তা দেখে বোঝাই যাচ্ছে যে তিনি নিজের শতরান নয়, বয়সের কথাই বলার চেষ্টা করেছেন। চলতি বছরের ২৪ এপ্রিল সচিন ৫০ পূর্ণ করেছেন। অন্যদিকে ওয়ান ডে ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ছিল ৪৯, যা ছুঁয়েছেন কোহলি। সচিনের আশা যে চলতি বিশ্বকাপেই তাঁর ৪৯ শতরানের রেকর্ড ভেঙে যাবে।  

ম্যাচের পর সেরার পুরস্কার তুলে দেওয়ার সময় সঞ্চালক হর্ষ ভোগলে সচিনের শুভেচ্ছার ব্যাপারে কোহলিকে জানাতেই, তিনি বলেন, “আসলে এখনই এত কিছু আমার মাথার মধ্যে ঢুকছে না। আমাদের আদর্শের রেকর্ড স্পর্শ করা, সত্যি বলতে এটা আমার কাছে বিশেষ অনুভূতি। ব্যাটিংয়ের ব্যাপারে সচিন নিখুঁত একটা উদাহরণ। আমার কাছে এটা খুবই আবেগের একটা মুহূর্ত। আমি জানি কোথা থেকে উঠে এসেছি। ছোটবেলায় ওঁকে টিভিতে দেখার কথা এখনও মনে আছে। ওঁর থেকে এ ধরনের প্রশংসা পাওয়া আমার কাছে বিরাট সম্মানের। আমি কোনও দিন সচিন হতে পারব না।”

এটা শেয়ার করতে পারো

...

Loading...