মনের মানুষকে উৎসর্গ

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম অবিস্মরণীয় হয়ে থাকল মুম্বইকর-দের কাছে। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে, ৬৭ রানে জয় পায় ভারত। টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত যে এই ভাবে ব্যাকফায়ার করবে তা হয়ত ভাবতেও পারেননি উইন্ডিজ অধিনায়ক কায়রন পোলার্ড। রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলি যে এই ভাবে তাদের বোলিং লাইনআপ কে বির্পযস্থ করবে তা অজানা ছিল তাদের। 

ওপেনার হিসাবে রোহিত শর্মার ৭১ রান ও রাহুলের ৯১ রান ও বিরাট কোহলির ৭০ রানের ওপর ভর করে ২৪০ রান তোলে ভারত। ফের ব্যার্থ হয় ঋষভ পন্থ। এতগুলি অর্ধশতরানের মধ্যেও শূণ্য রান করে ডাগ-আউটে ফিরে যান তিনি। তবে শিরোনামে উঠে এসেছে বিরাট কোহলির নাম। যে দুটি ম্যাচ জিতেছে ইন্ডিয়া, তাতে কোহলির অবদান ছিল অনস্বীকার্য। আর তৃতীয় টি২০-তে ২৭ বলে ৭০ রান পান ‘রান মেশিন’। তাই তার এই অনবদ্য ইনিংস তিনি উৎসর্গ করেন তার স্ত্রী অনুষ্কা শর্মাকে। তিনি জানান যে এটি তার জীবনের শ্রেষ্ঠ ইনিংস, মনের মানুষকে কিছু উৎসর্গ করা বরাবরই খুব আনন্দের হয়, এছাড়াও প্রথম ব্যাট করে ম্যাচে জয় পাওয়ায় খুবই উচ্ছ্বসিত তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...