আবারও শাস্তি পেলেন বিরাট কোহলি

বেঙ্গালুরুতে সিরিজের শেষ টি-২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর আরো একটি খারাপ খবর ভারতীয় সমর্থকদের জন্য। ম্যাচে খারাপ ব্যবহারের জন্য শাস্তি পেলেন বিরাট কোহলি

রবিবার সিরিজের শেষ টি-২০ ম্যাচে যখন বিরাট ব্যাট করতে নেমেছিলেন তখন রান নিতে গিয়ে তিনি দক্ষিণ আফ্রিকার বোলার বুইরান হেনড্রিক্সকে ধাক্কা মারেন। সেই অভিযোগেই বিরাটকে শাস্তি দিলেন সেই ম্যাচের ম্যাচ কমিশনার রিচি রিচার্ডসন

আইসিসিকোড অফ কন্ডাক্ট-এর লেভেল ধারা লঙ্ঘন করার জন্য বিরাটকে মৌখিক একটি সতর্কবার্তা এবং একটি ডিমেরিট পয়েন্ট প্রদান করা হয়েছে। যদিও বিরাট তার দোষ স্বীকার করেছেন।  ফলে এই শাস্তির কোনোরকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

এর ফলে কোহলির বর্তমানে টি ডিমেরিট পয়েন্ট  রয়েছে। এর আগে প্রিটোরিয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে তিনি প্রথম ডিমেরিট পয়েন্ট পান। আর দ্বিতীয় পয়েন্টটি পান এবারের বিশ্বকাপে আফগানিস্তান-এর বিরুদ্ধে।  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...