পা অকেজো, হুইলচেয়ারে সওয়ার হয়েই খাবার পৌঁছে দেন এই যুবক

জীবনে খারাপ পরিস্থিতি আসতে পারে যে কোনও সময়। কিন্তু হেরে না গিয়ে যে লড়াই চালিয়ে যেতে পারে সেই হল আসল যোদ্ধা। এমনই এক যোদ্ধা হলেন চেন্নাই শহরের গণেশ মুরুগান। শরীরের নীচের অংশ প্যারালাইজড হয়ে যাওয়ার সত্ত্বেও হুইলচেয়ারে বসেই খাবার পৌঁছে দেন বহু মানুষের বাড়িতে। তার ইচ্ছা শক্তি ও মনের জোর দিয়ে সকল প্রতিকূলতাকে জয়ে করেছেন গণেশ। তবে এখন তিনি শুধু মাত্র একজন ফুড ডেলিভারি বয় নন, সোশ্যাল মিডিয়ায় তার ভিডিয়ো ভাইরাল হওয়ায় তিনি এখন দেশে  জনপ্রিয় হয়ে উঠেছেন। তার এই কাজের জন্য নেটিজেনরা প্রশংসা করেছে।

FotoJet - 2022-08-03T115921.687

প্রায় ছয় বছর আগে একটি ট্রাক দুর্ঘটনায় শরীরে অর্ধেক অংশ প্যারালাইজড হয়ে গিয়েছিল গণেশ মুরুগানের। কিন্তু শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও থেমে থাকেনি গণেশের জীবন যাত্রা। সবাইকে আশ্চর্য করে শুধু মাত্র একটি হুইলচেয়ারকে সম্বল করে খাবার পৌঁছে দিচ্ছেন চেন্নাই শহরের বাড়িতে বাড়িতে। তার অত্যাধুনিক প্রযুক্তির হুইলচেয়ারটা তৈরী করে দিয়েছে আইআইটি মাদ্রাসা। সুউচ টিপলেই বাইকের মতো চলতে পারে এই হুইলচেয়ারটা। আর এই হুইলচেয়ারই আজ তার একমাত্র সঙ্গী।

এটা শেয়ার করতে পারো

...

Loading...