Viral Video: চরণাম্মৃত ভেবে AC –র জল পান করল দর্শনার্থীরা

ধর্ম বিশ্বাসের উপর ভর করে এগিয়ে চলে। কিন্তু সেই বিশ্বাসই কখন অন্ধবিশ্বাসের রূপ ধারণ করে তা বলা মুশকিল। অন্ধবিশ্বাসের এমনই নজির দেখা গেছে মথুরার ঐতিহাসিক বাঁকেবিহারী মন্দিরে। সেখানে চরণাম্মৃত ভেবে AC –র জল পান করতে দেখা গেছে একদল মানুষকে।

মথুরাধাম হিন্দু ধর্মের এক অন্যতম প্রধান স্থান। প্রতিবছর হাজার হাজার মানুষ মথুরাতে ভ্রমণ করে, সেখানকার নানা প্রাচীন মন্দির দর্শন করার উদ্দ্যেশ্যে। ঠিক তেমনই প্রাচীন ও ঐতিহাসিক মন্দির মথুরার বাঁকেবিহারী মন্দির। কিন্তু সেই মন্দিরেই দেখা গেছে এক অদ্ভুত দৃশ্য। সেই দৃশ্যের ভাইরাল ভিডিও রীতিমত হইচই ফেলে দিয়েছে সমাজমাধ্যমে।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, মন্দিরের দেওয়ালে বসানো এক হাতির মুর্তির মুখ থেকে জল নির্গত হচ্ছে, আর সেই জল চরণাম্মৃত ভেবে পান করছে একদল মানুষ। এমনকি তাঁদেরকে সাবধান করার চেষ্টা করছেন গুটিকয়েক মানুষ, কিন্তু সেদিকে কারোর ভ্রুক্ষেপ নেই। হাত পেতে, কাপে করে, আবার কক্ষনও মাথা পেতে সেই জল নিচ্ছে মানুষ। পান করছে ভক্তি ভরে।

এমন অবিশ্বাসের নজিরে রীতিমত উত্তাল সমাজমাধ্যম। Ac থেকে নির্গত জল স্থাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, এমনও জানান দিয়েছে চিকিৎসকমহল।

এটা শেয়ার করতে পারো

...

Loading...