‘ভিন্টেজ কার’ পাবে নম্বর প্লেট

নম্বর পেতে চলেছে ‘ভিন্টেজ কার’।  ভিন্টেজ গাড়িতে ভিএ   অক্ষর দুটি লেখা থাকবে।

কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং হাইওয়ে মন্ত্রক এক নির্দেশিকায় জানিয়েছে, এবার থেকে বিশেষ নম্বর দেওয়া হবে  ভিন্টেজ কারকে।

ভিন্টেজ মোটর ভেহিক্যালস্ নির্দেশ ২০১৯-এর বিধি অনুযায়ী, ‘ভিন্টেজ’ শ্রেণীভুক্ত সমস্ত গাড়ি তাতে যে হাই-সিকিওরিটি রেজিস্ট্রেশন প্লেট থাকবে, তাতে ৬টি অক্ষর 'এক্সএক্সভিএওয়াইওয়াই' থাকবে। ভিএ-র অর্থ ভিন্টেজ, এক্সএক্স-এ থাকবে সংশ্লিষ্ট রাজ্যের নামের কোড এবং ওয়াইওয়াই হবে দুই অক্ষরের সিরিজ, যার পরে ০১ থেকে ০৯ পর্যন্ত নম্বর ধার্য্য করবে রাজ্যের রেজিস্টারিং কর্তৃপক্ষ।

  কী ধরনের গাড়ি ‘ভিন্টেজ’ শ্রেণিভুক্ত হবে তাও বলা হয়েছে নির্দেশিকায়। প্রথম রেজিস্ট্রেশন থেকে যে সমস্ত গাড়ির মডেলের বয়স পঞ্চাশ পেরিয়েছে তারা ‘ভিন্টেজ’ গাড়ির মর্যাদা পাবে। বিদেশ থেকে আনা গাড়িও তার মধ্যে পড়বে।

ভিন্টেজ গাড়ির মালিকদের ১০ বছরের জন্য গাড়ির রেজিস্ট্রেশন করতে সংশ্লিষ্ট রাজ্য পরিবহণ কর্তৃপক্ষের কাছে এককালীন ফি হিসাবে ২০,০০০ টাকা জমা দিতে হবে।   

রেজিস্ট্রেশন প্রক্রিয়া তদারকিতে ভিন্টেজ মোটর ভেহিক্যালস্ স্টেট কমিটি গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিচয় পত্র হিসেবে  গাড়ি সংক্রান্ত বিমার কাগজপত্র, এন্ট্রি বিল,  বিদেশ থেকে নিয়ে আসা গাড়ি হলে পুরনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট   দেখাতে হবে।

রেজিস্ট্রেশনের পর তা ১০ বছর পর্যন্ত কার্যকর থাকবে।

তবে দৈনন্দিন ব্যবহারের জন্য গাড়িগুলি রাস্তায় চলতে পারবে না। এছাড়া প্রদর্শনী, র‍্যালি, সিনেমা বা প্রযুক্তিগত গবেষণার জন্যও ব্যবহার করা যাবে।

‘ভিন্টেজ কার’ কেনা বা বিক্রির ৯০ দিনের মধ্যে ক্রেতা ও বিক্রেতাকে ভিন্টেজ মোটর ভেহিক্যালস্ স্টেট কমিটিকে জানাতে হবে।

আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত চেয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়েজ মন্ত্রক।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...