ক্রীড়াজীবন থেকে অবসর নিলেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। প্যারিস অলিম্পিক্স প্রতিযোগিতার দৌড় থেকে বাতিল হওয়ার একদিনের মধ্যে তার এই সিদ্ধান্ত জানিয়ে দিলেন বিশ্ববাসীকে।
হাইলাইটস:
১। ক্রীড়াজীবন থেকে অবসর নিলেন বিনেশ ফোগাট
২। কেন অবসর নিলেন তিনি?
৩। কী হয়েছিল প্যারিস অলিম্পিক্সে?
তবে তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না তার অনুরাগীরা। চলতি বছরের প্যারিস অলিম্পিক্সে তার পাফরমেন্স ছিল দেখার মতন। সোনা জিতে দেশকে গর্বিত করার জন্য তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু বাদ সাধলো তার ১০০ গ্রাম অধিক ওজন।
কী হয়েছিল?
৬ই অগস্ট মহিলাদের ৫০ কেজি কুস্তি বিভাগে ফাইনালে ওঠেন তিনি। ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে তিনিই প্রথম ছিলেন, যিনি অলিম্পিক্স গেমে ফাইনালে উঠেছেন। কিন্তু পরের দিন, ৭ই আগস্ট ফাইনাল খেলার আগে ওজন মাপতে গিয়ে দেখা যায়, তার ওজন ১০০ গ্রাম বেশি রয়েছে। জানা গেছে, দু কেজি ওজন বেড়েছিল তার। কিন্তু সারারাত পরিশ্রম করেও ওজন সম্পূর্ণ সঠিক করে ফেলা যায়নি। ওজন কমানোর জন্য চুল কেটে ও শরীর থেকে রক্ত বার করেন তিনি। এছাড়াও প্রায় কিছুই না খেয়ে ওজন কমানোর চেষ্টা করেছিলেন। তবে প্রায় দেড় কেজি ওজন কমানো গেলেও ৫০ কেজি বিভাগে ১০০ কেজি ওজন বেশি হয় তার। আর সেই কারণেই, আন্তর্জাতিক অলিম্পিক অথরিটি তাকে প্রতিযোগিতা থেকে বাতিল করে দেয়।
ঘটনার দিন রাতেই রুপোর দাবি নিয়ে তিনি আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কারণ, ৭ তারিখ তার ওজন বেশির সমস্যা দেখা দিলেও তার আগের সবগুলি গেমে তিনি নির্দিষ্ট ওজন বিভাগে খেলে জিতেছিলেন। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত কোন রায় ঘোষণা করার আগেই তিনি কুস্তিজীবন থেকে অবসর ঘোষণা করলেন।
নিজের সোশ্যাল মিডিয়ার তার এই সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি লেখেন, কুস্তির কাছে হেরে গেছেন তিনি। তার মায়ের স্বপ্ন ও তার সাহস সব শেষ হয়ে গেছে। আর কোন শক্তি বাকি নেই তার, তাই বিদায় জানালেন তিনি। তিনি সারাজীবন কুস্তির কাছে ঋণী হয়ে থাকবেন।
সাধারণ মানুষের উপর দাবি থেকে কুস্তির মঞ্চ, সবেতেই নিজেকে লড়াকু প্রমাণ করে এসেছেন বিনেশ। তাই ভবিষ্যৎ প্রজন্মর কাছে তিনি এক আদর্শ নারীর উদাহরণ হয়ে থাকবেন তিনি। কিন্তু অলিম্পিক্সে সোনার পদকের দোরগোড়ায় এসে আর হয়ত নিজের মনের জোরের সাথে পেরে উঠলেন না। তাই তার এই কঠিন সিদ্ধান্ত।