বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসির স্বেচ্ছাবসর নিয়ে বিগত কিছুদিন ধরেই উত্তাল সমাজমাধ্যম। এবার সেই বিষয়েই বিস্তারিত জানালেন অভিনেতা।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে অভিনেতা বিক্রান্ত ম্যাসি জানিয়েছিলেন, অভিনয় থেকে অবসর নিচ্ছেন তিনি। ২০২৫ সালে শেষবার মতো তাকে সিনেমার পর্দায় দেখতে পাবেন দর্শকরা। এরপরই এই পোস্টকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে সমাজমাধ্যম। প্রিয় অভিনেতার এই সিদ্ধান্ত মেনে নিতে পারে না অনেক ভক্তরাই। অবশেষে সেই সোশ্যাল পোস্টের উত্তর দিয়েছেন অভিনেতা। তবে এবার সমাজমাধ্যম নয় বরং সংবাদমাধ্যমে এই বিষয়ে খোলসা করে বলেছেন তিনি।
বিক্রান্ত জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি। তার শরীরও অত্যাধিক পরিশ্রমের কারণে ভেঙে পড়েছে। সেই কারণে তার একটু বিশ্রাম প্রয়োজন। এই সময় তিনি নিজেকে এবং নিজের পরিবারকে সময় দিতে চান। অভিনেতার পাশাপাশি একজন ছেলে, একজন স্বামী ও একজন বাবা হিসেবে তার দায়িত্ব পালন করতে চান। তিনি নিজেকে এই সময় দেওয়ার পর আবারও অভিনয় জগতে ফিরবেন।
বিক্রান্তের এই মন্তব্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তার ভক্তরা। এর ফলে বেশ কিছুদিন ভিক্রান্ত রুপলি পর্দার থেকে দূরে থাকলেও তার ফিরে আসার সম্ভাবনা নিয়ে নিশ্চিত হয়েছে ভক্তরা।
উল্লেখ্য, ছোট পর্দা থেকে অভিনয় শুরু করা বিক্রান্ত বর্তমান সময়ে বলিউডে নামিদামি সিনেমায় অভিনয় করছেন। ইতিমধ্যেই বিভিন্ন ওয়েব সিরিজ ও সিনেমায় অনবদ্য অভিনয় করে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। এমনকি 'টুয়েলভ ফেল' সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত হয়েছেন। সে কারণে সাফল্যের এমন মধ্যগগনে এসে তার হঠাৎ এই পোস্ট হতবাক করে দিয়েছিল সবাইকে। কিন্তু এইবার তার স্পষ্ট আলোচনার ফলে ভক্তমহল খানিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।