Vijay Deverakonda: মাকে নিয়ে মহাকুম্ভে অভিনেতা বিজয় দেবারাকোন্ডা, রশ্মিকা ছাড়াই করলেন পুণ্যস্নান

সিনেমার পর্দায় নায়ক নায়িকার প্রেম যতই জনপ্রিয়তা অর্জন করুক, অফ স্ক্রিনে এমন প্রমের গন্ধ পেলে উৎসাহী হয়ে ওঠে অনুরাগী দল। বলিউড হোক বা দক্ষিণ, সর্বত্রই একই ছবি চোখে পড়ে।

সিনেমা জগতের এমনই এক জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা ও বিজয় দেবারাকোন্ডা। অনস্ক্রিন থেকে অফস্ক্রিন তাদের প্রেমের রসায়ন দেখতে মুখিয়ে থাকে জনতা। দীর্ঘদিনের কারচুপির পর অবশেষে প্রেমের কথা স্বীকারও করে নিয়েছেন এই জুটি।

তবে নানা কারণে সমালোচনা থেকেও রেহাই নেই তাদের। কিছুদিন আগেই রশ্মিকার প্রতি ব্যবহার নিয়ে অনুরাগীদের কোপের মুখে পড়েছিলেন বিজয়। তবে এবার দেখা গেল সম্পূর্ণ অন্য চিত্র। মহাকুম্ভে মাকে নিয়ে পুণ্যস্নান করলেন তিনি। চলতি বছরেই নাকি রশ্মিকার সঙ্গে সাত পাকে বাঁধা পরতে চলেছেন তিনি। তবে এটা কি তাঁর প্রাকপর্ব? এই নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর ভক্তরা।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে দেখা গেছে গেরুয়া বস্ত্র পরে গঙ্গাস্নান করে উঠছেন বিজয়। নায়কের গলায় রুদ্রাক্ষের মালা। মায়ের সঙ্গে জোড়হাতে সূর্যপ্রণাম করছেন তিনি। স্নান সেরে মাকে নিয়ে মন্দিরে পুজো দিতেও গেছিলেন তিনি।

বর্তমানে কাজে ব্যস্ত রশ্মিকা-বিজয়। রশ্মিকার পায়ে গুরুতর চোট থাকলেও সেই নিয়েই আগামী ছবি ‘ছাবা’র প্রচারে ব্যস্ত রয়েছেন নায়িকা। তবে সেই ফাঁকেই কি মাকে নিয়ে রশ্মিকার মঙ্গলে পুজো দিয়ে এলেন তাঁরা? এমনই প্রশ্ন তুলেছেন তাদের অনুরাগীরা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...