প্লাস্টিক সমস্যা ঠেকাতে ঘাসের স্ট্র তৈরী করলেন এই ভিয়েতনামী যুবক

প্লাস্টিক ব্যবহারের কারণে প্রতি বছর ৮ মিলিয়ন টন প্লাস্টিক গিয়ে মেশে সমুদ্রে। এর অধিকাংশই হল প্লাস্টিক স্ট্র, যা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়ে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র একাই প্রতিদিন ৫০০ মিলিয়ন প্লাস্টিক স্ট্র ব্যবহার ও পরিত্যাগ করে থাকে। এবং এই পরিত্যক্ত স্ট্র’গুলি সমুদ্রে এসে মেশার ফলে বিশ্বপরিবেশের বৃহৎ পরিমাণ ক্ষতিসাধন হয়ে থাকে। স্ট্র’গুলির অধিকাংশই তৈরী হয় অপরিশোধিত তেল থেকে, যা কোনোভাবেই বায়োডিগ্রেডেবল নয়।

সিংহভাগ জলজ প্রাণীই খাদ্য অনুমান করে তা গ্রহণ করে। ফলস্বরূপ প্লাস্টিকগুলি তাদের দেহের বিভিন্ন অঙ্গে প্রবেশ করে সুস্থজীবনের পথে বাঁধা সৃষ্টি করে, এমনকি বেশীরভাগ সময় তাদের মৃত্যুও বহন করে আনে প্লাস্টিক। যে হেতু অধিকাংশ জলজ প্রাণীই প্লাস্টিকের শিকার, সেই হেতু সি ফুড হিসেবে যে সব খাবার মানুষ গ্রহণ করে থাকে, তাতেও প্লাস্টিক থেকে যাওয়ার আশঙ্কা থেকে যায়, যার ফলে শুধু জলজ প্রাণী নয়, মানুষের ক্ষেত্রেও এর খারাপ প্রভাব পড়ে।

  এই অবস্থায় দাঁড়িয়ে প্লাস্টিক স্ট্র’য়ের ব্যবহার বন্ধ করতে ঘাসের তৈরী স্ট্র নির্মাণ করেছেন ভিয়েতনামের বাসিন্দা ত্রান মিন তিয়েন। এই অভিনব স্ট্র নির্মাণ করতে লেপিরোনিয়া আর্টিকুলাটা নামক এক বিশেষ ঘাসের ব্যবহার করেছেন ত্রান, যার দেখা ভিয়েতনামের মেকং ডেল্টা অঞ্চলে সহজেই মেলে। এই বিশেষ স্ট্র’টি নির্মাণ করে বিশ্ববাসীকে প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়ে তোলার আহ্ববানের পাশাপাশি তিনি এও বুঝিয়ে দিচ্ছেন, এই ধরণের বায়োডিগ্রেডেবল বস্তু নির্মাণ করে প্লাস্টিকের মোকাবিলা করা যেতে পারে। সবচেয়ে গুরূত্বপূর্ণ বিষয় হল এই স্ট্র’য়ে কোনো প্রকার কেমিক্যালের ব্যবহার নেই, এবং একই সাথে এটি বায়োডিগ্রেডেবল।

উল্লেখ্য, প্লাস্টিক স্ট্রয়ে পচন ধরতে শুরু করলে তা থেকে বিপিএ নামক এক প্রকার টক্সিন নির্গত হয়, যা সমুদ্রগর্ভে মিশে ভয়ঙ্কর ক্ষতিসাধন করে।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঘাস থেকে প্লাস্টিক তৈরীর সম্পূর্ণ পদ্ধতি বাতলে দিয়েছেন ত্রান। প্রথমে তারা লেপিরোনিয়া আর্টিকুলাটা নামক এই বিশেষ ঘাসের ফাঁপা অংশগুলি সংগ্রহ করেন। ভালো করে ধুয়ে নেওয়ার পর ২০ সেন্টিমিটার দৈর্ঘ্যানুযায়ী সেগুলিকে কাটা হয়। ক্রমে লোহার রডের সহায়তায় টিউবের ভেতরের অংশটি ভালো করে পরিষ্কার করা হলে, পুনরায় ধুয়ে নিয়ে সেগুলিকে একত্রিত করে কলাপাতার মোড়কে মুড়ে ফেলা হয়।

মূলত এই স্ট্র’গুলি দুই ধরণের হয়ে থাকে, একটি টাটকা বা সতেজ ও অন্যটি শুকনো। সতেজ স্ট্র’গুলি দুই সপ্তাহের জন্য রেফ্রিজারেটরে অথবা এক সপ্তাহের জন্য রুম টেম্পারেচারে রাখা যেতে পারে। শুকনো স্ট্র’গুলির ক্ষেত্রে ওভেনে পুঁড়িয়ে নেওয়ার আগে সেগুলিকে ২-৩ দিনের জন্য রোদে শুকোতে দিতে হবে। এই স্ট্র’গুলি রেস্তোঁরায় একবারের জন্য ও বাড়িতে একাধিকবার ব্যবহার করা যেতে পারে।

ভিডিও পোস্ট করার পর ইতিমধ্যেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিপুল সাড়া পাওয়া গেছে। অসংখ্য মানুষ ভিডিওটি শেয়ার করার পাশাপাশি প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়ে তোলার প্রক্রিয়ায় এক ধাপ এগোনোর জন্য প্রাণোপম শুভেচ্ছা জানিয়েছেন ত্রান’কে।  

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...