আজ ২ ঘন্টার জন্য পুরোপুরি বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জানুন বিশদে

২০ ডিসেম্বর, বুধবার অর্থাৎ আজ প্রায় দু’ঘণ্টার জন্য আংশিকভাবে বন্ধ থাকবে কলকাতার দ্বিতীয় হুগলী সেতু, বিদ্যাসাগর সেতু।   

কলকাতা পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে বুধবার মধ্যরাত ১.০০ থেকে ৩.০০ পর্যন্ত বিদ্যাসাগর সেতুতে সমস্ত রকমের যানবাহন চলাচল বন্ধ থাকবে। এই সময় বিদ্যাসাগর সেতুর কেবল পরিবর্তন ও রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।  

জানা গিয়েছে যে এই অস্থায়ী বন্ধের সময়, ছোট গাড়ি কিংবা বাইক হেস্টিংস মোড় হয়ে খিদিরপুর রোড ধরে জেএন আইল্যাল্ড হয়ে রেড রোড, স্ট্র্যান্ড রোড ধরে হাওড়া ব্রিজ হয়ে যাবে এবং পণ্যবাহী গাড়ি নির্ধারিত ভাবে নিবেদিতা সেতু ধরেই যাতায়াত করবে।

vidyasagar-bridge-kolkata-tourism-entry-fee-timings-holidays-reviews-header

কলকাতা পুলিশের তরফ থেকে জানা গিয়েছে যে রক্ষণাবেক্ষণকারী সংস্থা বিদ্যাসাগর সেতুতে প্রথম দফায় ৩২টি কেবলের মধ্যে ১৬টি কেবল পরিবর্তন করবে। আজ সেতুর সেই কয়েকটি কেবল পরিবর্তনের কাজ হবে। সেই সময়েই বন্ধ থাকবে ব্রিজ। আগের থেকেই পুলিশদের জানানো হয়ে গিয়েছে যে ব্রিজ বন্ধ থাকাকালীন কোনও অংশে গাড়ি প্রবেশ করবে না। 

প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে বিদ্যাসাগর সেতুতে রক্ষণাবেক্ষনের কাজ চলছে। সেখানে সমস্ত পণ্যবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেই সমস্ত গাড়িগুলি নিবেদিতা সেতু ব্যবহার করবে। সেই নির্দেশেই চলছে গাড়ি। এছাড়া জানা গিয়েছে এই মেরামতের কাজ চলবে ৮ মাস ধরে। আগামী ৩০ জুন পর্যন্ত ভারী গাড়ি চলাচল বন্ধ থাকবে। 

এটা শেয়ার করতে পারো

...

Loading...