কখনও বন্দে-মাতরম, কখনও আজাদ হিন্দ বাহিনীর গান, আবার কখনও শঙ্কর-এহসান লয়-এর ‘এ্যায় বতন,মেরে বতন, আবাদ রহে তু’ । আজ যারা কিশোর কাল তারা দেশের দায়িত্বশীল নাগরিক। তাদের কন্ঠে শোনা গেল দেশপ্রেমের সুর। স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশাত্মবোধক গান। সদ্য কৈশোরে ছোঁয়া গলায় ঝরে পড়া আবেগ আর প্যাশন চোখে পড়ার মতো। কচি গলায় দেশের গান জাগিয়ে দেয় বড়দেরও। মনের আলো জ্বলে ওঠে তাদের গানে। এমনই এক অনুষ্ঠানের সাক্ষী থাকল কানায় কানায় ভরা জ্ঞানমঞ্চের প্রেক্ষাগৃহ।
৯ অগাস্ট জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল আন্তঃ-রাজ্য দেশাত্মবোধক সঙ্গীত প্রতিযোগিতা। আয়োজক বিদ্যাঞ্জলি হাইস্কুল। স্কুলের ৭৫ তম প্রতিষ্ঠা দিবস এবং প্রতিষ্ঠাতা শান্তাবেন প্যাটেল এর জন্ম শতবর্ষ উপলক্ষে এই আয়োজন। দেশপ্রেমের গানে এদিন স্মরণ করা হল সান্তাবেন প্যাটলকে।
বিদ্যাঞ্জলি হাইস্কুল ছাড়াও আরও ১২ টি স্কুল অংশগ্রহণ করেছিল এই প্রতিযোগিতায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবানীপুরের ৭০ নং ওয়ার্ড-এর কাউন্সিলর অসীম বসু, ইন্দুবেন দোশি, ভাবনা বেন শা, প্রীতিবেন প্যাটেল। প্রতিযোগিতায় বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক এবং এই সময়ের জনপ্রিয় গায়ক পর্ণাভ বন্দ্যোপাধ্যায়।