ক্যাব রাইড খুব সাধারন ব্যাপার। সে টা আর আলাদা করে বলার মত কী থাকতে পারে? কিন্তু একটা সাধারণ ক্যাব রাইড কতটা অন্যরকম হয়ে উঠতে পারে তার প্রমাণ সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিও।
অনেকেই আছেন যারা ট্যাক্সি বা ক্যাবে উঠলে ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে যান। বেঙ্গালুরুর এক ভদ্রলোক সেভাবেই হঠাৎ আবিষ্কার করেন যে অ্যাপ ক্যাবে তিনি উঠেছিলেন সেই ড্রাইভার সংস্কৃত ভাষায় কথা বলছেন তাঁর সঙ্গে। একটানা। জানা যায় এই ট্যাক্সি ড্রাইভার রাজাজির একটি স্কুলে সংস্কৃত ভাষার শিক্ষক। ১০ বছর বয়স থেকে তিনি সংস্কৃত ভাষার চর্চা করছেন।
গিরিশ ভরদ্বাজ নামে এক ভদ্রলোক সেই ভিডিও টুইট করেন। সঙ্গে সঙ্গে ভাইরাল।
যে ভাষাকে মৃত ভাষা হিসাবে ধরা হয় আজকাল, সেই ভাষা দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে, কেউ পেশার প্রয়োজনে স্বছন্দে কথা বলছেন এই প্রাচীন ভাষায় এই ঘটনায় যথেষ্ট আশাবাদী নেটিজেনরা। অনেকেই মন্তব্য করেছেন এই ভিডিও অনুপ্রাণিত ক্রবে সংস্কৃত ভাষার ছাত্রছাত্রীদের।