ATM যা আমাদের টাকা তুলতে সময় বাঁচায় ও খাটনিও| এটিএম আছে বলেই আমরা ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন মনে করি না অনেক সময়ই| কিন্তু সেই এটিএম-এ যদি জালিয়াতি হয়, আপনার অজান্তে কেউ যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেয়? ভেবেই চমকে উঠছেন আর ভাবুন যাঁদের সাথে এইগুলো ঘটেছে তাঁদের কি হল এখন|
কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, মাত্র কিছু দিনের মধ্যে মোট ৭৬ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁদের অজান্তে প্রায় ২০লক্ষ টাকা উঠানো হয়েছে কার্ড ক্লোন ও স্কিমিং পদ্ধতিতে বিভিন্ন এটিএম থেকে| এই ঘটনার তদন্ত চলছে পুরোদমে| পুলিশ জানিয়েছে, গ্রাহকরা তাঁদের টাকা নিশ্চই ফিরত পাবেন, চেষ্টা করা হচ্ছে যাতে আগামী ১০ দিনের মধ্যে টাকা ফিরতের ব্যবস্থা করা হয়|