হঠাৎ গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী তনুজা, কেমন আছেন এখন?

বলি- টলি বর্ষীয়ান অভিনেত্রী তনুজা রবিবার হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হতেই রবিবার বিকেলেই মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

আপাতত জানা গিয়েছে এই ৮০ বছর বয়সি তনুজাকে আইসিইউ-তে রাখা হয়েছে।  

হাসপাতালের সূত্র এক সংবাদমাধ্যমকে জানানো হয়েছে যে অভিনেত্রীর বার্ধক্যজনিত সমস্যার কারণেই তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। এখন চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে তাঁকে। তবে, এখন আর চিন্তার কিছু নেই, ভাল আছেন অভিনেত্রী।

196454-article-l-201961607343027270000_11zon

প্রবীণ অভিনেত্রী তনুজার পুরো নাম হল তনুজা সমর্থ। তিনি পরিচালক কুমারসেন সমর্থ এবং অভিনেত্রী শোভনা সমর্থের কন্যা।

১৯৭৩ সালে পরিচালক সমু মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী। তাঁদের দুই কন্যা কাজল এবং তানিশা। তবে, তিনি ‘অভিনেত্রী কাজলের মা’ বলেই বেশী জনপ্রিয়। 

তনুজা শুধু হিন্দি নয় বাংলা সিনেমাজগতেও খুবই জনপ্রিয় এক অভিনেত্রী। ১৯৫০ সালে দিদি নূতনের সঙ্গে ‘হামারি বেটি’ ছবিতে অভিনয় করে শুরু করে অভিনয় জীবন। এরপর ১৯৬০ সালে তাঁর মা, শোভনার পরিচালনায় ‘ছাবিলি’-তে অভিনয় করেন তিনি। ১৯৬১ সালে ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন। ‘বাহারে ফির ভি আয়েঙ্গি’, ‘জুয়েল থিফ’, ‘হাতি মেরে সাথি’, ‘মেরে জীবন সাথী’, ‘প্যায়সা ইয়া পেয়ার’ র মতো ছবিতেও অভিনয় করেছেন।

অন্যদিকে, ১৯৬৩ সালে উত্তম কুমারের বিপরীতে জনপ্রিয় ছবি ‘দেয়া নেয়া’-তে সুচোরিকা চরিত্রে অভিনয় করেন। এরপর ১৯৬৭ সালে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, ১৯৬৯-এ ‘তিন ভুবনেরর পারে’ এবং ‘প্রথম কদম ফুল’, ১৯৭০-এ ‘রাজকুমারী’র মতন বহু বাংলা ছবিতে অভিনয় করেন তনুজা ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...