বর্ষীয়ান অভিনেতা নিমু ভৌমিক প্রয়াত

চলে গেলেন অভিনেতা নিমু ভৌমিক। মঙ্গলবার বিকালে তাঁর গড়িয়ার বাড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর। বার্ধক্য জনিত অসুখ তো ছিলই। স্নায়ুর রোগেও ভুগছিলেন। এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন।  কিছুদিন আগে বাড়ি ফেরেন।

১৯৩৫ সালে অবিভক্ত দিনাজপুরে তাঁর জন্ম হয়। কলেজে পড়ার সময় কলকাতায় চলে আসেন। ছাত্রজিবনেই অভিনয়ে আসা।  

গণদেবতা, দাদার কীর্তি’, ‘বাঘিনী’, ‘মঙ্গলদীপ’, ‘অপরাজিতা’ নদীর পারে আমার বাড়ি, বিকেলে ভোরের ফুল  বহু বাংলা ছবিতে অভিনয় করেছেন নিমু ভৌমিক। খলনায়কের ভূমিকায় সফল অভিনেতা। কৌতুক অভিনয়েও তাঁকে দেখা গিয়েছে একাধিকবার।

অভিনেতা নিমু ভৌমিক ২০১৪ লোকসভা ভোটে বিজেপির প্রতীকে লড়েছিলেন রায়গঞ্জ আসন থেকে।  কিন্তু পরাজিত হন। আর কোনওদিন রাজনীতির ময়দানে দেখা যায়নি তাঁকে।

তাঁর মৃত্যুতে শোকের ছায়া টালিগঞ্জে।

এটা শেয়ার করতে পারো

...

Loading...