বেদান্ত গোষ্ঠী পশ্চিমবঙ্গে কারখানা খুলতে আগ্রহী

দেশে গত বছর ইস্পাত উৎপাদন ব্যবসায় প্রবেশ করেছে 'বেদান্ত' লিমিটেড। তারা 'ইলেক্ট্রোস্টিল স্টিলস লিমিটেড' (ইএসএল) অধিগ্রহণ করে এই ব্যবসায় প্রবেশ করেছে।

     ব্যবসা শুরু করার সঙ্গে সঙ্গে তারা দেশের ইস্পাত উৎপাদনের ক্ষেত্রে অগ্রগতির জন্য আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে ভারতে ১ কোটি টন ইস্পাত উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে ৬০ লক্ষ টন উৎপাদন করা হবে বোকারোতে। বাকি ৪০ লক্ষ টন ইস্পাত উৎপাদনের জন্য কোন কোন রাজ্যে কারখানা গড়া যেতে পারে তা নিয়ে ওই সংস্থা ভাবনা চিন্তা করছে।

     সম্প্রতি সংস্থার ডেপুটি সিইও পঙ্কজ মালহান কলকাতায় এসেছিলেন। তিনি জানান, আগামী দু'বছরের মধ্যে সংস্থা বোকারোতে বর্তমানের ১৫ লক্ষ টন উৎপাদনক্ষমতাকে দ্বিগুন করে ৩০ লক্ষ টন করার জন্য ,০০০ থেকে ৫,০০০ কোটি টাকা লগ্নি করবে। এছাড়া আগামী পাঁচ থেকে ছয় বছরের মধ্যে যাতে উৎপাদনক্ষমতা ১ কোটি টনে নিয়ে যাওয়া যায়, সেই জন্য নতুন করে অধিগ্রহণ অথবা নতুন কারখানাও গড়ে তোলা হতে পারে। নতুন কারখানা গড়ে তোলার ব্যাপারে দক্ষিণের রাজ্যগুলিতে যেমন বেদান্ত আগ্রহী, তেমনি পশ্চিমবঙ্গেও সেই সম্ভাবনা আছে কি না তা তারা খতিয়ে দেখবে।

     এই ব্যাপারে পশ্চিমবঙ্গে নতুন কারখানা গড়ে তোলা সম্ভব কি না তা খতিয়ে দেখতে কলকাতার উপদেষ্টা সংস্থা এম এন দস্তুর অ্যান্ড কোম্পানিকে তারা দায়িত্ব দিয়েছে। এই বছরের মধ্যেই কারখানা গড়ে তোলার সম্ভাবনার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন পঙ্কজ মালহান।

এটা শেয়ার করতে পারো

...

Loading...