খুশিতে মেতে উঠেছে ধওয়ান পরিবার। বাবা হলেন বলিউডের হ্যান্ডসম হিরো, বরুণ ধওয়ান। সোমবার অর্থাৎ ৩ জুন, কন্যাসন্তানের জন্ম দিলেন স্ত্রী নাতাশা দালাল। সুত্র থেকে জানা গিয়েছে যে সদ্যোজাত সহ নতুন মা, দুজনেই সুস্থ আছেন।
জানা গিয়েছে সোমবার সকাল থেকেই প্রসব যন্ত্রণা অনুভব করেন নাতাশা। ফলে, সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই শুরু হয়ে জল্পনা। ধওয়ান পরিবারে লক্ষ্মী আসবে নাকি কার্তিক! হাসপাতালের বাইরে ভীড় জমান পাপারাৎজিরা। দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এরপর সন্ধ্যায় হাসপাতাল থেকে হাসিমুখে বেরিয়ে আসেন দাদু ডেভিড ধওয়ান। তিনি জানান কন্যাসন্তান এসেছে তাঁদের পরিবারে। তিনি খুব খুশি। মঙ্গলবার সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি সকলের সাথে ভাগ করে নেন বাবা বরুন। খবর প্রকাশ্যে আসতেই নতুন বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলেবরা।
Read Also : অবশেষে হল-এ ফিরছে ‘ভবিষ্যতের ভুত’
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সন্তানধারণের খবর প্রথম জানা বরুন-নাতাশা। স্ত্রীকে জড়িয়ে গর্ভস্থ সন্তানকে আদরে ভরিয়ে দিচ্ছেন হবু বাবা। সেই মনোক্রোম ছবি মন কেড়েছিল সকলের। অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছিলেন দম্পতিকে। সবসময় বেশ আগলে আগলেই রাখছিলেন স্ত্রীকে। দেখা গিয়েছিল নির্দিষ্ট সময়ে ধুমধাম করে সাধভক্ষণের অনুষ্ঠানও পালিত হয় নাতাশার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহিদ কপূর, মীরা রাজপুত-সহ বলিউডের একাধিক তারকা দম্পতি।
দীর্ঘ ১৪ বছরের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে আবদ্ধ হন দুজনে। এরপর ২০২১ সালের ২৮ জানুয়ারি পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বরুণ। বিয়ের তিন বছর কাটতেই বাবা-মা হলেন বরুন-নাতাশা।