ভুট্টার দানার তৈরি জিনিসপত্র পাওয়া যাবে গঙ্গাসাগরে ব্যবহার করার জন্য

আমাদের সব উৎসব চলে গেলেই আসন্ন শীতের আমেজ চলে আসে। শীত মানেই বাঙালি তথা পুণ্যার্থীদের অপেক্ষা থাকে একটি উৎসবকে ঘিরে। তা হল গঙ্গাসাগর মেলা। কথায় আছে, 'সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার'।  কিন্তু ইদানিং অতিরিক্ত পুণ্যার্থীর চাপে গঙ্গাসাগর যথেষ্ট দূষিত হয়ে যাচ্ছে। প্রতি বছরই কিছু না কিছু পরিকল্পনা নেওয়া হয় এই দূষণকে প্রতিহত করার জন্য। এবারেও তার অন্যথা হয়নি।

                        এবার সাগরমেলায় প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে বিশেষ পদ্ধতিতে তৈরি বিভিন্ন ধরণের ছোট থেকে বড় ক্যারি ব্যাগ, থালা, বাটি, চামচ, গ্লাস, স্ট্র ব্যবহার করা হবে। এই বছর যদি এই পরিকল্পনা সফল হয়, তাহলে আগামী দিনে আরও বৃহৎ আকারে বাজারে এই ব্যাগ চালু করা হবে। এমনই পরিকল্পনা নিয়েছে দক্ষিণ-২৪ পরগনা জেলা প্রশাসন ও গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কর্তৃপক্ষ। আগত তীর্থযাত্রী এবং আম জনতাকে এ ব্যাপারে উৎসাহিত করতে এখন থেকেই কোমর বেঁধে নেমেছেন গঙ্গাসাগর মেলা কমিটি ও প্রশাসনিক কর্তারা।

                      জেলাশাসক পি উলগানাথন জানান, এবারে জোরদারভাবে দূষণের মোকাবিলা করা হবে। কোথাও তা ব্যবহার করতে দেওয়া হবেনা। এতদিন পর্যন্ত মেলার সময় প্লাস্টিকের ব্যাগ, ক্যারিব্যাগ, স্ট্র, শোলা থেকে তৈরী থালা, বাটি ব্যবহার হয়ে আসছিল। সেগুলি ব্যবহারের পর সাগরে ফেলে দেওয়া হয়। তাতে জল আরও দূষিত হয়ে যায়। সেই কারণে এবারে ঠিক হয়েছে, একেবারে কাকদ্বীপ লট থেকে সাগরে ঢোকার মুখে এই বিষয়ে প্রচার এবং এইসব জিনিস দেওয়ার ব্যবস্থা হবে। এছাড়াও মেলার ক'দিন বিভিন্ন দোকান এবং যেখানে যেখানে মানুষ জিনিস কিনতে যাবেন, সেখানেও তা রাখা হবে। সেগুলি সরবরাহ করার জন্য হুগলি জেলার কোন্নগরের একটি বেসরকারি সংস্থার সঙ্গে কথা হয়েছে। গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন কর্তৃপক্ষর আধিকারিকদের কথায় ভুট্টার দানা ও নির্দিষ্ট কয়েকটি গাছের আঠা দিয়ে তৈরী ওই সমস্ত জিনিস ১০০ শতাংশ পরিবেশবান্ধব ও জৈব পচনশীল। এই মর্মে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইতিমধ্যেই ছাড়পত্র দিয়েছে। প্রতিটি ব্যাগের গায়ে সরকারি সিলমোহর দিয়ে তা নির্দিষ্ট করে লেখা রয়েছে। পাশাপাশি ওই সব জিনিস পরে মাটির সঙ্গে মিশে যাবে। শুধু সেটাই নয়, সেগুলি পচে গিয়ে উর্বর সার তৈরী হবে। যা আগামী দিনে চাষের ক্ষেত্রে সহায়ক হবে। ভুট্টার তৈরী জিনিসগুলি যে জৈব পচনশীল তার পরীক্ষাও করে নিয়েছে প্রশাসন। প্লাস্টিক নয়, এমন কোনো জিনিসের ওপর 'ডাই ক্লোরো মিথেন' দিলে তা দ্রুত গলে যায়। ভুট্টার তৈরী ওই সব জিনিসের ওপর সেই ডাই ক্লোরো মিথেন ফেলে দেখা গিয়েছে তা গলে গিয়েছে কিন্তু প্লাস্টিকের ওপর ফেলার পর তার কোনও ক্ষতি হয়নি। 

                      

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...