বছরজুড়ে নানারূপে দেব : ঘাটালের সাংসদ না কি অভিনেতা দেব?

অভিনেতা দেব কী হারিয়ে যাবে রাজনৈতিক দেবের আস্ফালনে? এর উত্তর কিছুটা বক্স অফিস দিয়েছে। মেকিং আহামরি কিছু ছিলনা। গল্প-ও তেমন জুতসই নয়। তবুও দেবের তিন তিনটে ছবির বক্স অফিস কালেকশন এই সময়ে অনেকের কাছেই ঈর্ষণীয়। 'জুলফিকার', 'শুধু তোমারই জন্যে' এবং অতি সম্প্রতি 'অ্যামাজন অভিযান'-এর মেকিং যেমনই হোক ইদানিংকালে দেবের সেরা বক্স অফিস। এটাই প্রমান করে, ঘাটালের সাংসদ এখনও ফিল্মেরই দেব। আবির চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, জিৎ বা ঋত্বিক চক্রবর্তীরা যত বড় মাপের অভিনেতাই হোন না কেন, এখনও বক্স অফিসের আলোকবলয়ে দেব অনেকটাই এগিয়ে।

             এই মুহূর্তে ফুটবলার নগেন্দ্রনাথ সর্বাধিকারীর বায়োপিক-এ ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় চলছে 'গোলন্দাজে'র পরবর্তী পর্যায়ের প্রস্তুতি। ওয়ার্কশপে জমিদার বাড়ির ছেলে নগেন্দ্রনাথের গায়ের রং, ফুটবলারের শরীরী ভাষা রপ্ত করেছেন দেব। লো কার্ব ডায়েট-ট্যানড শরীরে ফুটবলের সঙ্গে দৌড় তো রয়েছেই। রয়েছে ব্যতিক্রমী কো-আর্টিস্ট অনির্বান, ইন্দ্রাশিস এবং শোভাবাজারের রানী কমলিনীর চরিত্রে ঈশা সাহা।

                           'ধূমকেতু', 'পাসওয়ার্ড', 'সাঁঝবাতি'-এই সব ছবির সারিতে বক্স অফিসের ফলাফল যেমন হোক, দেব নিজেকে ভেঙেছেন। দেবের ফিল্ম 'পাসওয়ার্ড' বাংলাদেশে গত নভেম্বর মুক্তি পায়। ওপার বাংলার দেবের ফ্যানদের অনেকদিনের চাহিদা পূরণে দেব ওপার বাংলার জন্যও ছবি করছেন। ছবির নাম 'মিশন সিক্সটিন' পরিচালক শামিম আহমেদের সন্ত্রাসবাদ নিয়ে এই ছবির বাংলাদেশের পাশাপাশি বিদেশেও শ্যুটিং হবে। বিপরীতে ওপর বাংলার নায়িকা জাহারা মিতু। ফিল্মে রাজ-এর চরিত্রে দেব। ঐশির চরিত্রে মিতু। রয়েছে পশ্চিমবাংলার বেশ কিছু শিল্পীও। সুপ্রিয় দত্ত, রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু প্রমুখ। গোলন্দাজের পরেই ওপার বাংলার শ্যুটিং।

             দেবের তিন ধরনের লুক নিয়ে আসছে কৃশানু-টিনটিনের ছবি 'কিশমিশ'। ৮০-র দশক থেকে ২০২০-র নানা দশকের প্রেম ও প্রেমিক। রুক্মিনিও রয়েছেন এই ছবিতে। 'খোকাবাবু', 'পাগলু', 'পরান যায় জ্বলিয়া রে', 'লে ছক্কা', 'চ্যালেঞ্জ'-এর বাংলার অন্যতম লাভার বয় দেব, ‘বুনো হাঁসে’র অমল কুমার বিশ্বাসের চরিত্রে, ‘আর্শিনগরে’ রনজিৎ মিত্র, ‘জুলফিকারে’র মরকজ আলি, ‘কবীরে’র আলতাভ কবীর থেকে ‘সাঁঝবাতি’র চন্দন সর্বত্রই চরিত্র হয়ে উঠতে তিনি নিজেকে ভেঙেছেন।

           দেব-এর প্রযোজনায় 'হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী'-ও তৈরি হচ্ছে। শাশ্বত এবং খরাজ মুখার্জী মূল চরিত্রে, সব মিলিয়ে চলতি বছর জমজমাট দেব। যেমন অভিনয়ে, তেমনি প্রযোজনায়।

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...