Vande Bharat: রাতের যাত্রায় নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের জন্য থাকছে নানান সুবিধা

রাতের যাতায়াতেও এবার বন্দে ভারত ট্রেনের সুবিধা নিতে পারবেন যাত্রীরা। চালু হয়েছে বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণ। যেখানে সারারাত ট্রাভেল করে সকাল বেলায় যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যে।

বর্তমানে রাতে ট্রাভেল করার জন্য দেশ জুড়ে বিভিন্ন দূরপাল্লার ট্রেন চালু রয়েছে। যার মধ্যে রয়েছে রাজধানী, দুরন্তর মতো এক্সপ্রেস। এবার সেই লিস্টে নাম লিখিয়েছে বন্দে ভারত এক্সপ্রেসও। ১লা সেপ্টেম্বর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেঙ্গালুরুতে ভারত আর্থ মুভার্স লিমিটেডের কারখানায় বন্দে ভারত স্লিপার ট্রেনের সেই প্রোটোটাইপ বা নমুনা রেকটির উদ্বোধন করেন। যদিও এখন দেশ জুড়ে চলছে ৪১টি বন্দে ভারত এক্সপ্রেস। তবে এই প্রথম দূরপাল্লার ট্রেন হিসেবে বন্দে ভারত চালু হল।

জানা গেছে, বন্দে ভারতের স্লিপার সংস্করণটি ১৬০ কিমির গতিবেগে ৮০০ কিলোমিটার থেকে ১,২০০ কিলোমিটার দূরত্বের মধ্যে চালানো হবে। এটি একটি সেমি হাই স্পিড বন্দে ভারত। অন্দর ও বাইরের নানা সাজসজ্জা সহ এই নতুন ট্রেনে থাকবে নানান বাড়তি সুবিধা।

স্লিপার বন্দে ভারতে কী কী থাকছে?
১। ট্রেনটিতে ১৬টি কোচ থাকবে।
২। তার মধ্যে ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি এসি ফার্স্টক্লাস।
৩। ১১টি এসি থ্রি-টায়ার কোচে মোট বার্থের সংখ্যা হবে ৬১১টি।
৪। ৪টি এসি টু-টায়ার কোচ মিলিয়ে ১৮৮টি বার্থ এবং এসি প্রথম শ্রেণির কোচে ২৪টি বার্থ থাকবে।
৫। ভিজ়্যুয়াল ইনফরমেশন সিস্টেম থাকবে।
৬। ডিসপ্লে প্যানেল থাকবে।
৭। ট্রেনে সিকিউরিটি ক্যামেরা থাকবে।
৮। সক্ষম ব্যক্তিদের জন্য থাকবে আলাদা উন্নতমানের শৌচাগার।
৯। ট্রেনে থাকছে উন্নতমানের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা।
১০। দুর্ঘটনা এড়াতে এই ট্রেনে ‘কবচ সিস্টেম’ ব্যবহার করা হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রথম দেড় থেকে দু’মাস পরীক্ষানিরীক্ষার জন্য চালানো এই স্লিপার কোচ ট্রেনটি। এবং তারপর আগামীন তিন মাসের মধ্যে বন্দে ভারতের ১৬ কামরার বাতানুকূল ট্রেনটি তৈরি হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

এটা শেয়ার করতে পারো

...

Loading...