Vande Bharat Metro: ভারতে চালু হতে চলেছে প্রথম বন্দে ভারত মেট্রো, যাত্রা শুরু ১৭ সেপ্টেম্বর থেকে

বন্দে ভারত ট্রেনের পর এবার ভারতে চালু হতে চলেছে বন্দে ভারত মেট্রো। আজ অর্থাৎ ১৬ ই সেপ্টেম্বর এই মেট্রো উদ্বোধন হয়েছে। এটি চালু হবে ১৭ই সেপ্টেম্বর থেকে।

 

হাইলাইটসঃ
১। ভারতে চালু হতে চলেছে প্রথম বন্দে ভারত মেট্রো
২। যাত্রা শুরু ১৭ সেপ্টেম্বর থেকে
৩। মেট্রোর সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা

এই 'বন্দে ভারত মেট্রো' পরিষেবা চালু হয়েছে ভুজ এবং আহমেদাবাদের মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ সেপ্টেম্বর এই মেট্রো পরিষেবা উদ্বোধন করেছেন। এই ট্রেনটি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি অর্থাৎ আইসিএফ এ তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, প্রথম বন্দে ভারত ট্রেন চালু করা হয় ২০১৯ সালে। এখন দেশজুড়ে ৬০ জোড়া বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন চলছে। তাই এই উদ্যোগে এবার বন্দে ভারত মেট্রো রেলও পরিষেবা আরেকধাপ এগোল। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই মেট্রোও একটি সেমি হাইস্পিড পরিষেবা এবং এটি মাত্র ৫ ঘন্টা ৪৫ মিনিটে ৩৬০ কিলোমিটার যাত্রা শেষ করবে।

আমেদাবাদ-ভুজ বন্দে মেট্রো পরিষেবার সম্পূর্ণ তথ্যঃ
• এটি ১২ কোচের মেট্রো
• মোট ১১৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন
• এই মেট্রো মোট ৯ টি স্টেশনে থামবে
• আহমেদাবাদ এবং ভুজের মধ্যে ৩৬০ কিলোমিটার দূরত্ব যাত্রা করবে
• মেট্রোর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার
• এটি ভুজ থেকে সকাল ৫.০৫ মিনিটে ছাড়বে এবং ১০.৫০ মিনিটে আহমেদাবাদ জংশনে পৌঁছাবে
• মেট্রোর সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা

এটা শেয়ার করতে পারো

...

Loading...