আজকের সমাজে সকলেই নিজের মত করে কাজকর্ম করছে এবং নিজের পছন্দমত জীবন কাটাচ্ছে। কিন্তু নিজস্বতা একটু বেশিই হয়ে যাচ্ছে বোধ হয়। তাই প্রতিদিন খবরের মাধ্যমে আমরা বিভিন্ন রকম অসামাজিক কাজকর্মের নমুনা জানতে পারি। আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে নীতিবোধ, মূল্যবোধ, সামাজিক চেতনা প্রভৃতি। যা আমাদের পক্ষে, বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্মের পক্ষে যথেষ্ট ক্ষতিকর।
এই ভাবনা থেকেই রাজ্য সরকার এ বার থেকে স্কুল স্তরে নীতিশিক্ষা পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দিল্লি বোর্ডের (আইসিএসই, সিবিএসই) স্কুলগুলিতে আলাদা করে এই বিষয়ের পাঠ হলেও এবং তার ভিত্তিতে পরীক্ষা হলেও রাজ্য সরকারের তরফে এমন কোনও ব্যবস্থা ছিলনা। আগামী শিক্ষা বর্ষ থেকেই এমন বিষয় যোগ হতে চলেছে রাজ্য সরকারি স্কুলগুলির সিলেবাসে। সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার জানান, বইয়ের কাজ চলছে। আগামী শিক্ষাবর্ষ থেকেই 'জগৎবাড়ি' নাম একটি বই দেওয়া হবে পড়ুয়াদের, যাতে থাকবে মুল্যবোধ সংক্রান্ত বিষয়। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত থাকবে এই সিলেবাস। মূল্যবোধের ওপর ক্লাস সংক্রান্ত রুটিনও করা হবে, যাতে শিক্ষায় কোনও রকম ফাঁক না থাকে।
নানা রকম ছবি দিয়ে এই বইয়ে থাকবে মূল্যবোধের ওপর শিক্ষা। যেমন, সাধারণ যানবাহনে উঠলে বয়স্কদের জায়গা ছেড়ে দেওয়া, প্লাস্টিক ব্যবহার না করা, বয়স্কদের রাস্তা পার হতে সাহায্য করা, এলাকায় গাছ লাগানো ইত্যাদি। নীতিশিক্ষার ওপর যদিও আলাদা করে কোনও পরীক্ষা হবে না, তবে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এই মূল্যবোধের ক্লাস চলবে সারা বছর ধরেই। এই বই বাড়িতেও নিয়ে যেতে পারবে পড়ুয়ারা। শিক্ষক মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।