প্রয়াত জনপ্রিয় অমেরিকান অভিনেতা ভ্যাল কিলমার। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। তার কন্ঠনালিতে ক্যানসার ধরা পড়েছিল। সঙ্গে নিউমোনিয়াতেও ভুগছিলেন অভিনেতা। অবশেষে মারণ রোগের কাছে হার মানলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
১৯৫৯ সালে লস এঞ্জেলসে জন্ম অভিনেতার। আট এবং নয়ের দশকে হলিউডের একাধিক সুপারহিট চরিত্রে দেখা গেছে তাঁকে। এই তালিকায় রয়েছে ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ –এর মতো কালজয়ী ছবি। ১৯৯৫ সালে ব্যাটম্যানের চরিত্রেও অভিনয় করেন তিনি। ব্যাটম্যান হিসেবে তাঁর লুক দর্শকদের মন জয় করে নিয়েছিল। এছাড়াও ১৯৯১ সালের কাল্ট সিনেমা ‘দ্য ডোর্স’-এ রকস্টার জিম মরিসনের চরিত্র তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।
কিন্তু ২০১৫ সালে তাঁর গলায় ক্যানসার ধরা পড়ে। ক্যানসারের কারণে কথা বলায় তিনি সমস্যা অনুভব করতেন। এই কারণে সিনেমার পর্দা থেকে সরে আসেন তিনি। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাকও করেছিলেন। সেই বছরই তাঁর জীবনের গল্প অবলম্বনে ‘ভ্যাল’ নামক একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছিল। তথ্যচিত্রে তাঁর কণ্ঠস্বরটি দিয়েছিলেন অভিনেতার পূত্র। দীর্ঘ কয়েক বছর ধরে ভ্যাল যে ভিডিয়োগুলি রেকর্ড করেছিলেন, সেগুলি নিয়েই তৈরি হয় সেই তথ্যচিত্র।