আইপিএলের দল গঠনের নিলামে ইতিহাস গড়লেন ১৩ বছর বয়সী তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। নিলামে তাকে ১ কোটি ১০ লাখ টাকায় কিনে নিল রাজস্থান রয়্যালস। ম্যাচে তাঁর পরবর্তী পারফরম্যান্স নিয়ে আশাবাদী দলের সদস্যরা।
হাইলাইটসঃ
১। বৈভব সূর্যবংশীকে কিনে নিল রাজস্থান রয়্যালস
২। তাঁর দাম উঠল ১ কোটি ১০ লক্ষ টাকা
৩। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার সে
বিহারের বাসিন্দা বৈভব। বাবা সঞ্জীব সূর্যবংশীর কৃষক ও একটি দোকানও রয়েছে। কিন্তু ক্রিকেটের প্রতি বৈভবের আগ্রহের প্রথম অবলম্বন ছিল বাবা। চার বছর বয়স থেকে বাড়ির পিছনের ছোট জায়গায় ক্রিকেট শেখাতেন তাঁর বাবা। সেখান থেকে ক্রিকেট অ্যাকাডেমি, রাজস্থান রয়্যালসের নেট এবং সেখান থেকে ছ’দিনের মধ্যে বৈভব ঢুকে পড়ল আইপিএলের ময়দানে।
আইপিএলের নিলামে বৈভবের ন্যূনতম দাম ছিল ৩০ লাখ টাকা। নিলামের সঞ্চালিকা সেই নাম ঘোষণার পরেই বৈভবকে নিজেদের টিমে নেওয়ার লড়াইয়ে নামে দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। দিল্লির হাতে সে সময় ছিল ২ কোটি ২৫ লাখ টাকা এবং রাজস্থানের হাতে ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। কিন্তু এই তরুণ খেলয়াড়ের গেম দেখে কোনো দলই তাঁকে ছাড়তে নারাজ ছিল। এরপর সেই ৩০ লাখ বাড়তে বাড়তে পৌঁছায় ১ কোটি ১০ লাখ টাকায়। তখনই হাল ছাড়ে দিল্লি আর রাজস্থান নিজেদের টিমে যোগ করে নেয় বৈভবের নাম।
বৈভবের কোচ প্রাক্তন রঞ্জি ক্রিকেটার মণীশ ওঝা এই খবরে খুব উৎসাহী। তাঁর মতে, খুব কম বয়স থেকেই নিজের গেম নিয়ে পরিশ্রমী বৈভব। শেখার প্রবল আগ্রহই তাঁকে এই অবধি নিয়ে এসেছে। আর এখন ভারতের অন্যতম শ্রেষ্ঠ কোচ রাহুল দ্রাবিড়ের কাছে শেখার সুযোগ হবে তাঁর। তাই আশা করা যায় বৈভব এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের খেলাকে আরও উন্নত করে তুলবে।
তবে ইতিমধ্যেই ভালো খেলোয়াড়ের রেকর্ড রয়েছে বৈভবের ঝুলিতে। গত ১ অক্টোবর বেসরকারি টেস্টে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে ৫৮ বলে শতরান করে আলোচনায় উঠে এসেছিল সে। অনূর্ধ্ব-১৯ পর্যায়ের লাল বলের ক্রিকেটে ভারতের হয়ে এটাই দ্রুততম শতরান। ইনিংসে ছিল ১৪টি চার ও চারটি ছয়। বৈভবের স্ট্রাইক রেট ১৬৭.৭৪। এরপরই ক্রিকেট জগতের নজরে পরে যায় ১৩ বছরের এই ছেলে। জানা যায়, রাজস্থানের ট্রায়ালে তাঁকে এক ওভারে ১৭ রান করতে বলা হয়েছিল। বৈভব প্রথম তিনটে বলেই ছক্কা মারে।
এর আগেও ভারতের অনূর্ধ্ব ১৯ ‘বি’ দলের হয়ে ভাল পারফরম্যান্স করেছিল সে। এমনকি, বিনু মাঁকড় ট্রফির পাঁচ ম্যাচেও ৪০০-র বেশি রান করেছিল সে।
আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম কোটিপতি ক্রিকেটার হিসেবে নতুন ইতিহাস তৈরি হল বৈভবের হাত ধরে। এবার আইপিএলের ময়দানে খেলার কৌশলে কতটা মুগ্ধ করতে পারবে সে, তা দেখা শুধু সময়ের অপেক্ষা।