কয়েকদিনের প্রবল বর্ষণে গঙ্গা ও যমুনা নদীর জল বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। সেখানকার জনজীবনও প্রায় বিপর্যস্ত। এদিকে, ঘরে জমা সেই বন্যার জলেই এক দম্পতির সাঁতারের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যার ফলে ওই দম্পতির বাড়িতে কোমর সমান জল। জল-জমা পরিস্থিতির দুর্দশা ভুলে বন্যার জলেই সাঁতারে মশগুল হতে দেখা গিয়েছে দম্পতিকে। সামান্য জলকেলির সঙ্গেই বন্যার জলে স্ত্রীকে সাঁতারের কৌশলও শেখাতে দেখা গিয়েছে স্বামীকে।
তবে এক ভিডিওতে ওই মহিলাকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়িতে। আবার অন্য একটি ভিডিওতে তার পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি। তাই ভিডিও বানিয়ে দৃষ্টি আকর্ষণের জন্যই ওই দম্পতি জলকেলি করছিলেন না কি, সে প্রশ্নও করেছেন অনেক নেটিজেনরা। কারণ ইন্টারনেটে ‘ভাইরাল’ হওয়াটাই এখন ট্রেন্ড।
প্রবল বর্ষণে প্রয়াগরাজ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল। আপাতত বন্যা পরিস্থিতি স্বাভাবিকের দিকে।