উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাব | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। পূন্য হোক, পূন্য হোক, পূন্য হোক, হে ভগবান” – কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের মাধ্যমে বাংলার গৌরবকে তুলে ধরেছেন। একটি সময়ে বাংলা ভারতবর্ষকে দিশা দেখাত, কিন্তু আজও কি সেই গৌরব ধরে রেখেছে আমাদের বাংলা? আমাদের গর্বের বাংলা, প্রিয় বাংলাকে নিজেদের দূর্গাপুজোর থিম হিসেবে তুলে ধরতে চলেছে উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাব

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯’-এর পুজোর আড্ডায় তাই নিজেদের পুজোকে তুলে ধরতে এসেছিলেন উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাবের সদস্যরা। জিয়ো বাংলাস্টুডিওতে সঞ্চালক রীয়ার সাথে ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট রোহিত জয়সওয়াল ও সম্পাদক অভিজিৎ পাত্র

এই বছর তাদের দূর্গাপুজো ২০তম বর্ষে পদার্পণ করতে চলেছে। ২০১২ সাল পর্যন্ত সাবেকি পুজো করে থাকলেও তারপর থেকে একেবারে থিমে চলে আসে তারা, আর থিমের আধুনিকতায় এসেও পাল্টায়নি তাদের পুজোর আমেজ। এই বছর উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাবের থিম হতে চলেছে ‘আমার সোনার বাংলা’। বাংলার অপরুপ দৃশ্যকে তুলে ধরতে বিশিষ্ট থিম মেকার সমীরণ মানিকের সৃষ্টিকারিতার উপর ভরসা রাখছেন সদস্যরা। পাশাপাশি বাংলার মাটিতে মা দূর্গাকে তুলে ধরেছেন প্রখ্যাত প্রতিমা শিল্পী পরিমল পাল

উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাব কিন্তু প্রতি বছরই বেশ চমক আনেন তাদের পুজোয়। আর পুজোয় ভোগ তো একেবারে চাইই চাই। সপ্তমী থেকে দশমী পর্যন্ত দুর-দুরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য ভোগের ব্যবস্থা করেন ক্লাবের সদস্যরা। এই বছর দ্বাদশীতে তাদের প্রতিমা নিরঞ্জন হবে।

সুতরাং আসতেই হবে একবার উত্তর কলকাতা সংহতি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবে। আর উপভোগ করতে হবে সাবেকিয়ানার সাথে থিমের এক অপরুপ মেলবন্ধন-কে।  

এটা শেয়ার করতে পারো

...

Loading...