উত্তর বড়িষা নবীন সংঘ | জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯

দক্ষিন কলকাতার বড়িষা এলাকার শ্রেষ্ঠ পুজোর মধ্যে একটি হল উত্তর বড়িষা নবীন সংঘের পরিচালনায় উত্তর বড়িষা শারদোৎসব। ১৯৬৩ সালে শুরু হয় তাদের দুর্গা পুজোর পথচলা।

জিয়ো বাংলা শারদ সম্মান ২০১৯ অনুষ্ঠান উপলক্ষে জিয়ো বাংলার স্টুডিও-এ উপস্থিত ছিলেন পূজা কমিটির যুগ্ম সম্পাদক অরিন্দম ব্যানার্জী, হিসাবপরিক্ষক সৌম দাস ও সাধারণ সদস্য অনুজিৎ দাস। সঞ্চালক রীয়ার সাথে তাদের পুজোর বিষয় জানলাম আমরাও। এইবছর ৫৬তম বর্ষে পদার্পন করল তাদের পুজো। আর তাই চমক হিসাবে থাকছে এক অনন্য থিম, যার নাম “আত্মসন্ধানে”। দৈনন্দিন জীবনে মানুষ এতটাই ব্যস্ত অন্য কে খুশি রাখতে, যে দিনের শেষে এসে সে হারিয়ে ফেলছে তার নিজস্ব পরিচয়। বাইরের জগতের চাপ সামল দিতে দিতে, অবশেষে তিনি প্রায় ভুলে যেতে বসেছেন যে তিনি কে। তাই নিজের পরিচয় ভুলে যাওয়া সেই মানুষগুলিকে তাদের পরিচয় স্মরণ করতে, আহ্বান জানাচ্ছে এই পূজো ক্লাব।

থিম ও প্রতিমার রূপায়নে রয়েছেন ত্রয়ী অভিযান, ইন্দ্রায়ুৎ ঈশান। রাস্তার ওপরে পুজো বলে প্যান্ডেলের উচ্চতা রাখা হয়েছে ১৬ফুটচালচিত্র নিয়ে প্রতিমার উচ্চতা থাকছে ১৪ ফুটপয়লা অক্টবর অর্থাৎ তৃতীয়ার দিন উদ্বোধনের মধ্যে দিয়ে শুরু হবে তদের এইবছর শারদোৎসবের পথচালা। অষ্টমীতে ক্লাব সদস্য ও পল্লীবাসিদের সাথে ‘গেট-টুগেদার’-র পাশাপাশি থাকবে সকল দর্শনার্থীদের জন্য ভোগ বিতরণ। ঠাকুর দেখার পাশাপাশি যাতে সকল দর্শনার্থীদের কোনও আকস্মিক সমস্যার সম্মুখীন না হতে হয়, তাদের জন্য ২৪ ঘন্টা সজাগ থাকবে কন্ট্রোল রুম

দমদম বা কবি সুভাষগামী যে কোনও মেট্রো-তে উঠে নামতে হবে টালিগঞ্জ মেট্রো বা মহানায়ক উত্তম কুমার, সেখান থেকে হয় অটো নয় এস-৩১ বা এম-১৬ রুটের বাসে উঠে শখেরবাজারের নিকট এই পুজো মন্ডপ।

এটা শেয়ার করতে পারো

...

Loading...