উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য রবিবার বন্ধ রাখা হবে

রবিবার সারাদিন উল্টোডাঙা উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার জন্য সেতুটি বন্ধ রাখা হবেবেঙ্কেলম্যান বিম ডিফ্লেকশন (বিবিডি) পরীক্ষা হবে। এটি উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষার অঙ্গ হিসেবে করা হচ্ছে। দিল্লির একটি সমীক্ষক সংস্থা আইটিএল কোটেক্স ওই পরীক্ষা করবে।

                     রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত উড়ালপুলের দুটি লেনেই বিভিন্ন রকম যান চলাচল বন্ধ থাকবে। হাডকো মোড় থেকেই গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে। ইএম বাইপাস থেকে নিউটাউন যাওয়ার ক্ষেত্রে জটিলতা কমাতে নতুন একটি উড়ালপুলের পরিকল্পনা করা হয়েছে। ২০১০ এ তৈরী এই উড়ালপুলটি জুলাই মাসে তিনদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। সেই সময় ইঞ্জিনিয়াররা ওই উড়ালপুলে বেশ কয়েকটি ফাটল লক্ষ্য করেছিলেন। সেগুলি মেরামতের জন্য বেশ কিছুদিন ওই উড়ালপুল,বন্ধ রাখা হয়। পরে পুজোর মুখে উড়ালপুলটি খুলে দেওয়া হয়।

                     ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড় থেকে সেক্টর ফাইভ হয়ে নিউটাউন উড়ালপুল করার পরিকল্পনা করা হয়েছে। এই ব্যাপারে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন, ব্রিজ অ্যাডিভাইসারি কমিটির সমীরণ সেন, সুপারিন্টেন্ডিং ইঞ্জিনিয়ার শুভঙ্কর ভট্টাচার্য, মেট্রো রেল কর্তৃপক্ষ, কেএমডিএ'র সিইও অন্তরা আচার্য, কেএমডিএ'র চিফ ইঞ্জিনিয়ার আশিস সেন সহ আরও অনেকের সঙ্গে আলোচনা করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে নতুন উড়ালপুলটি কোন দিক দিয়ে যাবে তার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

                    যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং ম্যাকিন'শ বার্ন বিভিন্নভাবে ১.২৯ কিমি বিস্তৃত এই উড়ালপুলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে। ওই প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়াররা উড়ালপুলটির কংক্রিট, রড প্রভৃতি পরীক্ষা করার পাশাপাশি গোটা উড়ালপুলটির আলট্রা সাউন্ড টেস্ট-ও করে। রবিবারেও একটি সংস্থার তরফে গোটা উড়ালপুলটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হবে বলে জানান, সিএমডিএ-র এক আধিকারিক।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...