'দ্য ম্যাজিশিয়ন অফ তবলা'

কেমন হত বলুন তো যদি শচীন তেন্ডুলকর ক্রিকেট মাঠে ম্যাজিক না দেখিয়ে ম্যাজিক দেখাতেন তবলায়!

আপনি বলবেন, ‘দূর! সে আবার হয় নাকি! ক্রিকেটের ঈশ্বর কেন ‘ফিল্ড’ বদলাবেন!’

কিন্তু এমনও সত্যি হয়েছিল। বছর তিনেক আগে। ‘ক্রিকেট গড’ গিয়েছিলেন তবলার ম্যাজেশিয়নের কাছে। সত্যি সত্যি বোল উঠেছিল তবলায়!

দুজনেরই কোঁকড়া চুল। দুজনেরই প্রাণখোলা হাসি। দুজনকেই এক নামে চেনে গোটা পৃথিবী।

শচীন তেন্ডুলকর আর উস্তাদ জাকির হুসেন।

zakir

দুজনেরই অদ্ভুত সাযুজ্য। তামাম দুনিয়া মানে।

তাই দুজনেই দুজনকে দেখে বলে উঠেছিলেন, ‘ওয়াহ উস্তাদ!’

শুনলেই মানুষ বুঝে যায় কোন উস্তাদের কথা বলা হচ্ছে!

এ উস্তাদ যে একজনই! উস্তাদ জাকির হোসেন! দ্য ম্যাজিশিয়ন অফ তবলা!

মঞ্চে ম্যাজিক দেখান। যে কোনও শব্দ থেকে সুর তৈরির অদভুত দক্ষতা তাঁর। যত সামান্যই হোক সুর আসবেই উস্তাদজীর ছোঁয়ায়।

শাস্ত্রীয় সঙ্গীতকে আধুনিক প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন জাকির। কোনও গন্ডিতে বাঁধা যায়নি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের এই ছাত্রকে।অ্যাকাডেমিক হোক বা মিউজিক মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনীর কেরিয়ার চিরকালই তুখোড়।

 

বারাক ওবামা তখন হোয়াইট হাউসে। মার্কিন রাষ্ট্রপ্রধানের দায়িত্বে। আয়োজিত হল ‘অল স্টার গ্লোবাল কনসার্ট’। প্রথম ভারতীয় হিসেবে অনুষ্ঠানে বাজিয়ে ছিলেন জাকির উস্তাদ।

বোহেমিয়ান ধাঁচের জাকির সব সময় অন্যরকম । বর্ণময় জীবন। তাঁর সুরের মতোই। বাঘা বাঘা তারকাদের গোল দিতে পারেন মহিলা ফ্যানেদের সংখ্যায়। গ্ল্যামার ওয়ার্ল্ডের তারকারাও তাঁর ফ্যান। জাকির কিন্তু এক নীল নয়নার প্রেমেই মশগুল ছিলেন। অ্যান্তনিয়া নিয়াকোল্লা। এক ইতালীয়-আমেরিকান কন্যে। পেশায় কত্থক শিল্পী অ্যান্তনিয়ার সঙ্গেই বিবাহসূত্রে আবদ্ধ হন।

মাত্র ৩ বছর বয়সে বাবা আল্লারাখার কাছে তবলায় হাতেখড়ি। পদ্মশ্রী থেকে পদ্মভূষণ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড কোনও পুরস্কারই বাদ নেই দীর্ঘ সঙ্গীত জীবনে।

পন্ডিত রবি শংকরের সঙ্গে সংগত করতেন মঞ্চে।

মঞ্চের উস্তাদকে পর্দাতেও দেখা গিয়েছে। ১৯৮৩তে ‘হিট অ্যান্ড ডাস্ক’।

শিটলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে সঙ্গীতের অধ্যাপক ছিলেন। পেয়েছেন যুক্ত রাষ্ট্রের সর্বোচ্চ সঙ্গীত সম্মান।

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে ক্ল্যাসিকালের সঙ্গে প্রথম জাজ মিশিয়েছিলেন যিনি তাঁর কাছে সব সময়ই সেরা পুরস্কার অনুরাগীদের ভালোবাসা।

আজ তিনি ৭০ বসন্ত স্পর্শ করলেন।

উত্তাল ৭১-এর এমন ফাগুন দিনেই মুম্বইয়ে জন্ম হয়েছিল এই সুর-তারকার!    

  

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...