জলে চুন তাজা, তেলে চুল তাজা। এই টাংটুইস্টার আওড়েই বড় হয়েছি আমরা অনেকেই। তাই ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকে যায় এই কথা যে তেল চুলের খাদ্য। তেল মাখলে চুল ভালো হয়। কিন্তু চুলের বৃদ্ধির জন্য কোন ধরণের তেল সবচেয়ে ভালো জানা আছে কি? চুল ঝরার সমস্যায় জর্জরিত হয়ে আমরা নানা সময়ে নানা ধরণের তেল মাথায় লাগিয়ে থাকি। পেঁয়াজের তেল থেকে শুরু করে নারকেল তেল, অলিভ তেল তো রয়েছেই। কিন্তু জবা ফুল থেকে তৈরী তেল চুলের জন্য কত উপকারী তা নিশ্চই জানা আছে। চলুন আজ জবা তেলের উপকারিতা নিয়ে কিছু আলোচনা করা যাক......................
১) এই ফুল দিয়ে তৈরী তেল চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে থাকে।জবা ফুলে থাকে ভিটামিন সি যা কোলাজেন তৈরিতে সাহায্য করে থাকে। কোলাজেন হলো একপ্রকার অ্যামাইনো অ্যাসিড চেন যা চুলের শক্তি বাড়াতে সাহায্য করে। জবা তেলে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড চুলের নারিশমেন্টে সাহায্য করে থাকে। চুলের গোড়া শক্ত করতেও এর যথেষ্ট ভূমিকা রয়েছে। মৃত হেয়ার ফলিকল থেকেও নতুন চুল সৃষ্টি করতে পারে জবা তেল। তাই যাদের চুল কমে গিয়ে তাকে পড়ার সমস্যা দেখা গেছে তাদের ক্ষেত্রে জবা তেল খুবই উপকারী। চুলে ভলিউম আনতে অর্থাৎ চুলের গোছ আনতে এই তেল বিশেষ সাহায্য করে থাকে। চুল স্মুথ করতে এই তেলের বিশেষ ভূমিকা রয়েছে। তাই যাদের চুলে জট পড়ার সমস্যা বেশি রয়েছে তারা এই তেল ব্যবহার করলে উপকার পাবেন।দুইমুখ চুল বা স্প্লিট এন্ডের সমস্যা কমাতে এবং খুশকির সমস্যা কমাতেও এই তেলের গুরুত্ব অপরিসীম। চুলকে নারিশ করতে এবং হাইড্রেটেড রাখতে জবা তেলের তুলনা নেই।
এতো গেলো উপকারের কথা কিন্তু এটা জানা আছে কি এই তেল বানাবেন কিভাবে?দোকানে এই জাতীয় তেল প্রচুর কিনতে পাওয়া গেলেও তাতে রাসায়নিক মিশ্রিত থাকে। তার থেকে ভালো বাড়িতেই বানিয়ে নেওয়া ভালো।কিন্তু কিভাবে বানাবেন? চলুন শিখে নিন বাড়িতে কিভাবে বানাবেন জবা তেল। জবা তেল বানানোর জন্য লাগবে ৮টি লাল জবা ফুল, ৮টি জবা পাতা এবং এক কাপ নারকেল তেল। এর পর জবাফুলের পাতা ও ফুল ভালো করে ধুয়ে তাকে মসৃণভাবে বেটে নিতে হবে। এবার একটি সসপ্যানে এক কাপ পরিমান নারকেল তেল গরম করে তার মধ্যে এই জবা ফুল ও পাতাবাটা দিয়ে দিতে হবে।কয়েক মিনিটের জন্য গরম করে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। ফ্লেম বন্ধ করে রেখে দিতে হবে যতক্ষণ না মিশ্রণটি ঠান্ডা হয়। তেল ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের সিসিতে এই তেল ভবিষ্যতের জন্য রেখে দিতে পারেন। এই তেল সপ্তাহে তিনদিন স্ক্যাল্পে মালিশ করলে উপকার মিলবে হাতেনাতে।
যদি মাথায় তেল লাগাতে সমস্যা হয় তাহলেও অসুবিধা নেই। সহজেই ঘরে বানিয়ে ফেলুন হিবিস্কাস প্যাক। এর জন্য আপনার লাগবে একটি লাল জবা ফুল, ৩ থেকে ৪ চামচ টকদই এবং ৩ থেকে ৪টি জবপাতা।জবাফুল ও পাতা একসাথে বেটে নিন। দেখবেন মিশ্রণটি যেন মসৃন হয়।টকদইয়ের সাথে ফুল ও পাতার মিশ্রণ মিশিয়ে নিন ভালো করে। এই মাস্ক বা প্যাকটি স্ক্যাল্প থেকে শুরু করে সম্পূর্ণ চুলে লাগিয়ে এক ঘন্টা রেখে দিন। এরপর ঈষদুষ্ণ গরম জল দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুইবার এই মাস্ক ব্যবহার করতে হবে। চুল আনম্যানেজেবল হলে এই মাস্কটি খুবই উপকার দিয়ে থাকে। তাই চুলের যাই সমস্যা হোক না কেন জবাতেল বা জবা মাস্ক ব্যবহার করে দেখতেই পারেন।