নতুন জুতোর বাক্স বা ওষুধের বাক্স কিনলে তার ভিতরে সাদা রঙের একটা প্যাকেট থেকেই থাকে যার গায়ে লেখা থাকে "এটি খাদ্যবস্তু নয়" বা "শিশুদের থেকে দূরে রাখুন”। প্যাকেটটি আগ্রহের সাথে একটু টিপে দেখলে বোঝা যায় ভিতরে নুন জাতীয় কিছু আছে কিন্তু বস্তুটি আসলে নুন নয়। বস্তুটি কোনো কাজে লাগেনা ভেবে অনেকে ফেলেও দেয়। বস্তুটি হল আসলে সিলিকা জেল। যা আর্দ্রতা পরিবর্তনের সাথে সাথে নিজের রং পরিবর্তন করে। এটি আসলে কোনো কিছু থেকে আর্দ্রতা শোষণ করার জন্যই ব্যবহৃত হয়।আর্দ্রতা শোষণ করার পর এটি নীল রং থেকে বদলে গোলাপি রঙের হয়ে যায়। এই সিলিকা জেল সম্পর্কে আমরা বিশেষ কিছু জানিনা। চলুন আজ এক ঝলকে দেখে নি এই বস্তুটির কিছু অদ্ভুত গুনের কথা। সিলিকা জেলের একটি প্যাকেট ধাতব জিনিসের সাথে রেখে দিলে তাতে সহজে মরচে পড়ে না। আর্দ্রতা থেকে ওষুধপত্র বাঁচাতে ওষুধের শিশিতে একটি বা দুটি সিলিকা জেলের প্যাকেট রেখে দিলে উপকার পাওয়া যায়। ড্রাই ফ্রুইটস এর প্যাকেটেও রাখা যায় এই সিলিকা জেলের প্যাকেট তবে দেখতে হবে যাতে সিলিকা জেল কোনোভাবে খাবারকে স্পর্শ না করতে পারে। অনেকসময় বর্ষাকালে মোবাইল ফোন নিয়ে বেরোলে তাতে জল পরে যায়। চিন্তা নেই। মোবাইলের ব্যাক কভারটা খুলে ব্যাটারি আলাদা করে ফোন মধ্যে রেখে দিন সিলিকা জেলের প্যাকেট। বর্ষাকালে জুতো ভিজে গেলেও একই পদ্ধতি অনুসরণ করে জুতো শোকানো যায়। তাহলে এখন থেকে জুতোর প্যাকেটে বা ওষুধের বাক্সে এই জিনিসটি পেলে কখনোই ফেলে দেবেন না।