মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিনের টেস্ট।
ওয়াশিংটন ডিসির সিয়াটলে কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে চলতি সপ্তাহের শুরুতেই করোনা ভ্যাকসিন পরীক্ষা শুরু হয়। এখনও পর্যন্ত একজনের শরীরেই প্রয়োগ করা হয়েছে।
করোনা ভ্যাকসিন রিসার্চ টিমের প্রধান ডক্টর লিসা জ্যাকসন জানিয়েছেন, "জরুরী পরিস্থিতিতে সকলেই সাধ্যমতো মানুষের কাজে লাগতে চায়"।
মার্কিন যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ'র আনুকুল্যে এক মাস ধরে মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। এই কর্মকান্ডে প্রায় ৪৫ টি স্বেচ্ছাসেবী সংস্থা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে । ভলেন্টিয়ারদের শরীরে করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।
জেনিফার হেলার নামে ৪৩ বছর বয়সী এক স্বেচ্ছাসেবী বলেন, 'করোনা ভাইরাসের এই মুহূর্তে আমরা সবাই অসহায়। এটা আমার কাছে একটা বড় সুযোগ যে আমি কাজে লাগতে পারছি'।
কেবলমাত্র স্বেচ্ছাসেবকরা নয়, বহু সাধারণ মানুষও এগিয়ে এসেছেন ভ্যাকসিন পরীক্ষার মাধ্যম হয়ে ওঠার জন্য। তবে প্রথম পর্যায়ে ৪৫ জনের ওপরই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন, করোনার ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।
গোটা বিশ্বে করোনা ভাইরাসে প্রাণহানির সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে। বিভিন্ন দেশে ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
করোনা ভাইরাস এখন পর্যন্ত বিশ্বের ১৫২টি দেশে ছড়িয়েছে। আজ পর্যন্ত সারাবিশ্বে ৭ হাজার ৭১ জন মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। আক্রান্ত ১ লাখ ৭৩ হাজার ৫১৮ জন। তবে সুখবর হচ্ছে সুস্থতার সংখ্যা দিন দিন বাড়ছে। এ যাবৎ ৭৮ হাজার ৮৮৪ জন সুস্থ হয়ে উঠেছেন।