প্রাক্তন আইআইটি খড়্গপুরের শাস্ত্রীয় এবং লোক শিল্প একাডেমির জন্য ৫২ লাখ টাকা দিলেন

আমেরিকায় বসবাসকারী আইআইটি প্রাক্তন, আইআইটি খড়্গপুরের শাস্ত্রীয় এবং লোক শিল্প একাডেমির জন্য ৫২ লাখ টাকা ডোনেট করতে চান। প্রতিষ্ঠানের এক আধিকারিক জানান, ওই অর্থ দিয়ে একটি অডিটোরিয়াম তৈরী হবে, যেখানে ডিজিটালি ট্রেনিং-এর সব রকম বন্দোবস্ত থাকবে। উন্নতমানের প্রশিক্ষণের মাধ্যমে যাতে মাঝে মাঝেই ওয়ার্কশপের আয়োজন করা যায়, সেদিকে খেয়াল রাখা হবে।

                            আইআইটি খড়্গপুর থেকে মুকুন্দ পদ্মনাভন বিটেক পাশ করেন ১৯৮৭ সালে। তিনিই একটি শাস্ত্রীয় এবং লোক শিল্পের একাডেমির জন্য ৫২ লাখ টাকা দিচ্ছেন আইআইটি খড়্গপুরকে। পদ্মনাভন নিজে নিউ ইয়র্কে গুরু কৃপা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান, যা সামাজিক, সাংস্কৃতিক এবং শিক্ষামূলক ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। উক্ত একাডেমি প্রসঙ্গে পদ্মনাভন জানান, 'যে কোনো ক্ষেত্রে আধুনিক এবং প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা তথা বিজ্ঞানসম্মতভাবে যে কোনও শিক্ষার প্রায়োগিক প্রয়োগ এবং সঠিক জ্ঞানই পারে আমাদের এগিয়ে নিয়ে যেতে। শিল্প এবং সংস্কৃতির ঐতিহ্য প্রত্যেকের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এর মাধ্যমেই আমরা আমাদের ইতিহাস এবং শেকড় খুঁজে পাই'। তাঁর মতানুযায়ী, আইআইটি খড়্গপুরের শাস্ত্রীয় এবং লোক শিল্প একাডেমির মাধ্যমে যথেষ্ট সৃজনীমূলক কাজকর্ম হবে বলে তিনি আশাবাদী

                     সংগীত শিক্ষার জন্য এবং ডিজিটালি ডিসট্যান্স শিক্ষার জন্য আধুনিক একোস্টিক্যালি ইন্টিরিয়ার সহ একটি ক্লাসরুম তৈরী করার পরিকল্পনা রয়েছে পদ্মনাভন-এর। দুটি শিক্ষকের পদ রাখা হবে নিয়মিত শাস্ত্রীয় শিল্প তথা সংগীত শেখানোর জন্য। ওই একাডেমির মাধ্যমে উন্নতমানের সংগীত এবং শিল্পের ট্রেনিং দেওয়া হবে। আন্তর্জাতিক মানের গবেষণার ব্যবস্থাও রাখা হবে যা বিজ্ঞানসম্মত এবং প্রযুক্তিগত দিক দিয়ে যথেষ্ট উন্নত করার দিকে লক্ষ্য রাখা হবে বলেও জানান পদ্মনাভন। অ্যালুমনি অ্যাফেয়ার্স-এর ডিন সুব্রত চট্টোপাধ্যায় জানান, শাস্ত্রীয় শিল্প তথা সংগীতের প্রশিক্ষণের জন্য সব রকম সহযোগিতা করা হবে। এই রকম একটি কাজে এগিয়ে আসার জন্য সুব্রতবাবু, মুকুন্দ পদ্মনাভনকে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...