আপটেম্পো সাউন্ড স্টুডিও

কলকাতার বুকে গড়ে উঠল আরও এক সাউন্ড স্টুডিও। ফিল্ম উইজার্ড আপটেম্পো এন্টারটেনমেন্ট’ নিয়ে এল তাদের নিজস্ব সাউন্ড স্টুডিও আপটেম্পো সাউন্ড স্টুডিও’ ত্রিদিবেশ চৌধুরী এবং চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগে গড়ে উঠল এই স্টুডিও।

চিরন্তন পরিচিত সঙ্গীত শিল্পী এবং সুরকার হিসেবে। তাঁর অনেকদিনের শখ যে নিজের একটি সাউন্ড স্টুডিও থাকবে। আর সেখানে তিনি স্বাধীনভাবে সুর ভাঁজবেন। অবশেষে স্বপ্ন সফল হত তাঁর। স্বভাবতই বেশ খুশি তিনি। চিরন্তন জানান- আমার মাথায় হরেক রকমের সাউন্ডস্কেপ আছে। এবার সেগুলিকে নিয়ে যাত্রা শুরু করব। মানুষের সামনে তুলে ধরব সেগুলি। এমনকী ফিল্মের ভাবনাও আছে।” চিরন্তন বন্দ্যোপাধ্যায়ের কথাতে স্পষ্ট যে তিনি স্বাধীনভাবে কাজ করতে চান নিজের দুনিয়ায়।

ত্রিদিবেশ চৌধুরী একটি আই টি কোম্পানির মালিক এবং সদ্যোজাত ‘আপটেম্পো সাউন্ড স্টুডিও’তেও তাঁর আংশিক মালিকানা রয়েছে। ত্রিদিবেশ  জানান- আমি সঙ্গীত অনুরাগী। ভাল ভাল মিউজিক তৈরি হলে আমারও ভাল লাগবে। আমি আশা রাখি চিরন্তন সেই কাজটি নিজের নিষ্ঠা ও দক্ষতার সঙ্গেই করবে।”

স্টুডিওর উদ্বোধনে হাজির ছিলেন অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায় সহ আরও বহু বিশিষ্টজন।

 

 

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...