UPI Update: নিয়ম না মানলে ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ফোনের ইউপিআই লেনদেন, কেন এই সিদ্ধান্ত?

ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই মানুষের অন্যতম পছন্দের এক আর্থিক লেনদেনের মাধ্যম হয়ে উঠেছে। ছোট দোকান থেকে শপিং মল, বর্তমান সময়ে সব জায়গাতেই এই ব্যবস্থা মজুত। কিন্তু এবার ইউপিআইয়ের নিয়মে বদল আনছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। এই নিয়ম না মানলে অনেক নম্বরে আগামী ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ইউপিআই লেনদেন। জানা গেছে, সাইবার সুরক্ষার জন্যই এমন পদক্ষেপ নিচ্ছে এনপিসিআই।

কোন নম্বরে ইউপিআই বন্ধ হবে?

১) নম্বরগুলি দীর্ঘ দিন ধরে ব্যবহার করা না হলে।
২) নম্বরগুলি দীর্ঘ দিন বন্ধ থাকলে ।
৩) ফোন নম্বর বদল হয়েছে কিন্তু ব্যাঙ্কের কাছে এই বিষয়ে তথ্য না থাকলে।
৪) নম্বরে দীর্ঘদিন ধরে রিচার্জ না থাকলে ।


এই বিষয়ে জানবেন কীভাবে?

১) ব্যাঙ্ক থেকে ফোনে নোটিফিকেশন আসবে।
২) আপনার নম্বরটি তালিকায় থাকলে, মেসেজ পাঠিয়ে আগাম জানানো হবে।

কী ভাবে ইউপিআই চালু রাখবেন?

১) ব্যাঙ্ক থেকে নোটিফিকেশন বা মেসেজ আসলে নম্বরটি নিয়ে ব্যাঙ্ককে আপডেট দিতে হবে।
২) ওই নম্বরটি ফের চালু করতে চাইলে, সে বিষয়ে তথ্য দিতে হবে ব্যাঙ্ককে।
৩) ইউপিআই আইডি রয়েছে এমন ফোন নম্বর যদি দীর্ঘ দিন নিষ্ক্রিয় থাকলে, সেটি থেকে ফোন ও মেসেজ পাঠাতে হবে।
৪) ইউপিআই আইডি রয়েছে যে নম্বরে সেটি আপডেট করুন।
৫) প্রয়োজনে পুরনো পিন বদলে নতুন পিন দিয়ে ইউপিআই ব্যবহার করুন।
৬) নম্বরটি চালু হলেই আর ইউপিআই সংযোগ বিচ্ছিন্ন হবে না।

এটা শেয়ার করতে পারো

...

Loading...