শ্বশুরবাড়ি জিন্দাবাদ

বাস্তবের মাটিতে কোনও মেয়েই সহজে শ্বশুরবাড়ির খ্যাতি করে না। ব্যতিক্রম নেই বলব না। তা সে যাই হোক টেলিভিশনের পর্দায় আসতে চলেছে নতুন ধারাবাহিক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' একটু অন্য ঢঙে। দুটি পরিবার। একটিতে মেয়েদের নো এন্ট্রি। অন্যটিতে পুরুষদের নো এন্ট্রি। এই দুই দল ভাবে আমরা একাই একশো। তারা নিজেরা সারাদিন উদয়াস্ত খাটে। ছেলেদের করার মতো কাজ মেয়েরাই করে দিচ্ছে। আবার মেয়েদের তথাকথিত কাজ ছেলেরা করছে নৈপুণ্যের সঙ্গে। পুরুষবাহিনীর কর্তা একমাত্র নাতির বিয়ে দিতে চায়। সে চায় বাড়িতে লক্ষ্মী আসুক। নাতি অর্থাৎ কিংশুক প্রেমে পড়ে মিষ্টুর।

এরপর সেই মিষ্টু কী ভাবে পুরুষ অধ্যুষিত পরিবারে এন্ট্রি নেয় এবং কী ভাবে সে ও কিংশুক সাবেকি প্রথা ভেঙে আধুনিকতার পথে সকলকে হাঁটতে শেখায় সেটাই দেখার। পাশাপাশি এখানে হোম ডেলিভারি বিষয়টি দারুণভাবে জায়গা করে নেবেগানও এই ধারাবাহিকে একটা বড় ভূমিকা পালন করবে বলে জানা গেছে। সঙ্গীত পরিচালনায় শান্তজিত।

'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' নামের যে ছবিটি দর্শকমনে আলোড়ন তুলেছিল তার কোনও ছায়া 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ধারাবাহিকে নেই বলে এক্রোপলিশ এন্টারটেনমেন্টের তরফে জানিয়েছেন স্নিগ্ধা বসু। তিনি আরও জানান-"এখানে চুলোচুলি ঘটার কোনও কাণ্ড ঘটবে না। কারণ মিষ্টুর কোনো শাশুড়ি থাকবে না। মজাটা অন্য জায়গায়। সেটাই দেখার।"

মিষ্টুর চরিত্রে ঐশ্বর্য সেন, কিংশুকের চরিত্রে নবাগত মৈণাক। এ ছাড়াও রয়েছেন যুধাজিত বন্দ্যোপাধ্যায় (মলয়), শুভ্রজিত দত্ত(নিলয়), কৌশিক চক্রবর্তী (প্রলয়), রজত গাঙ্গুলি (সনাতন), সোহিনী সান্যাল (প্রতিমা), অনুরাধা রায় (গায়ত্রী), মল্লিকা মজুমদার (শান্তিপ্রিয়া), সুচন্দ্রা (সন্ধ্যা), অনিন্দিতা (দুষ্টু), গোপা, রাজু সহ আরও অনেকে। কাহিনি ও চিত্রনাট্য সাজাচ্ছেন ঋষিতা ভট্টাচার্য। পরিচালক মনোজিত মজুমদার। সংলাপ লিখছেন অয়ন চক্রবর্তী।

আগামী ১০ জুন থেকে টেলিভিশনের পর্দায় আসছে ধারাবাহিক 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ'। সম্প্রচারিত হবে সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায়।

 

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...