রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ গল্পের শেষটুকু মনে পড়ে? অমিত আর লাবণ্যের জীবনের পথ হয়ে গিয়েছিল আলাদা। পরেরটা জানা নেই কারো। জানাবে ‘অবশেষের গল্প’। এটি একটি শর্ট ফিল্ম। বানাচ্ছেন অনঞ্জন মজুমদার। তাঁর ছবিতে ২৫ টি বছর পরে দেখা হবে অমিত আর লাবণ্যর। কিন্তু তার আগে অমিত হাত ধরে কেতকীর আর লাবণ্য হাত ধরে শোভনলালের। এরপর এদের চারজন মানুষের জীবন কোনদিকে ধাবিত হয় তা সময় বলবে। বলা ভাল, ‘শেষের কবিতা’র শেষ থেকে ‘অবশেষের গল্প’র শুরুয়াত। ‘অবশেষের গল্প’ শুধুই অমিত-লাবণ্যর সম্পর্কের সমীকরণের গল্প বলে না, এই ছবি কেতকী এবং লাবণ্যর দ্বন্দ্বের গল্পও বলবে। মুখোমুখি লড়াই নাকি চাপানউতোর তা জানতে হলে আর কিছুদিন অপেক্ষা তো করতেই হবে।
লাবণ্যর চরিত্রে রয়েছেন অঞ্জনা বসু, কেতকীর চরিত্রে বিদীপ্তা চক্রবর্তী, শোভনলালের চরিত্রে বাদশা মৈত্র, স্পর্শর চরিত্রে শৌভরী চট্টোপাধ্যায়, পালকের চরিত্রে আরাত্রিকা সেন। ছবির শুটিং শেষ। আগামী ৩০ মে এই শর্ট ফিল্মের স্পেশাল স্ক্রিনিং-এর কথা চলছে। ‘শেষের কবিতা’ যারা ভালবেসেছেন তাঁরা ‘অবশেষের গল্প’ও ভালবাসবেন আশা করা যায়।