Upcoming Movie: জুটি বাঁধছেন মীর-রিত্তিকা, পরিচালক আতিউল ইসলামের আসন্ন ছবি ‘মহরত’ এ দেখা যাবে তাদের

টলিপাড়ায় নতুন জুটি। পরিচালক আতিউল ইসলামের আসন্ন ছবি ‘মহরত’ এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন মীর ও রিত্তিকা সেন। ছবির স্ক্রিপ্ট লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সালিমা খাতুন -এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ‘মহরত’।

এটি মীরের প্রথম মুখ্য চরিত্রে অভিনীত সিনেমা। তাঁর বিপরীতে অভিনয় করবেন রিত্তিকা। এর আগে রাজ চক্রবর্তীর ‘বরবাদ’ সিনেমা, রাজীব কুমার বিশ্বাসের ‘রাজা রানী রাজি’ সহ নানা সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। কিন্তু মীরের সঙ্গে জুটি বেধে এটাই তাঁর প্রথম কাজ।

সিনেমায় মীর-রিত্তিকা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবলীনা দত্ত, বিশ্বরুপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, অনিন্দিতা সোম, রাজু মজুমদার, হিয়া রায়, স্বরলিপী ঘোষ প্রমুখ।

‘মহরত’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে এক মৃত্যুর তদন্তকে কেন্দ্র করে। শুটিং ফ্লোরে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে। ডিভোর্স এর প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে অপর্ণা মুখার্জির সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন স্বামী সৃজনের। কিন্তু সেই দিনেই খুন হন তিনি। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের ব্রেকিং নিউস, কোন দিকে কিনারা হবে রহস্যের, এই নিয়েই আবর্তিত হয়েছে সিনেমার কাহিনি।

জীবনের মোড়োকে সম্পর্ক ও হিংসার বাস্তব ছবি ফুটে উঠেছে সিনেমা জুড়ে। এবার মীর-রিত্তিকার নতুন জুটি দর্শকের মনে কতটা প্রভাব ফেলবে তা দেখা সময়ের অপেক্ষা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...