পয়লা বৈশাখে দর্শকের ঘরের দুই নতুন অতিথি কণক ও কাঁকন। আসল কথাটা হল, কালারস বাংলা চ্যানেলে আসছে নতুন ধারাবাহিক ‘কণক কাঁকন’। দুই বাপ-মা মরা মেয়ের লড়াই এই ধারাবাহিকের মূল উপজীব্য বিষয়। বড় বোন কাঁকন আগলে রাখে ছোট বোন কণককে। কণক ও কাঁকনের বাবা অ্যাথলিট ছিল। খেলার ময়দানেই মারা যায় সে। স্বপ্নপূরণ হয়নি তার। ওদিকে তার ছোট মেয়ে অর্থাৎ কণকও দৌড়ায়। কাঁকন চায় কণকের মাধ্যমে বাবার স্বপ্নপূরণ করতে। সে বোনকে সেরা দৌড়বিদ হিসেবে দেখতে চায়। ওদিকে বোনও চায় দিদি সুস্থ থাকুক, ভাল থাকুক। কারণ দিদির শরীরের ভিতরে দানা বেঁধেছে হৃদরোগ। যা তাদের বাবারও ছিল। শারীরিক অসুস্থতার কারণে কাঁকনকে ছাড়তে হয়েছে নাচ। স্টেজ শো করাও বন্ধ হয়ে গিয়েছে তার। কিন্তু এ ভাবে আর কদিন? তা হলে তো বোনের স্বপ্নপূরণ হবে না। খেলার জন্য চাই জার্সি, বুট। আর সেই সবের দাম আজকের বাজারে কম নয়। তাই সে বোনকে লুকিয়ে নাচও করে। বোন টের পেলে বাধা দেয় দিদিকে। এই অবধি প্রোমোতে দেখে ফেলেছেন দর্শক। এ ছাড়াও আরও একটি দিক আছে গল্পে। যে গল্পে এক রাজনৈতিক ক্ষমতাশালী ব্যক্তির সঙ্গে টক্করে টক্করে লড়াই করবে কাঁকন। গৃহযুদ্ধ যাকে বলে। বাকিটা জানতে হলে ১৫ এপ্রিল অবধি অপেক্ষা তো করতেই হবে।
স্নেহাশিস চক্রবর্তী পরিচালিত ও প্রযোজিত এই ধারাবাহিকে কাঁকনের চরিত্রে দেখা যাবে শ্বেতা ভট্টাচার্যকে। কণকের চরিত্রে শ্রাবণী ভুঁইয়া। তাঁরা ছাড়াও রয়েছেন দীপঙ্কর দে, শুভঙ্কর সাহা, অপূর্ব, চৈতালি চক্রবর্তী সহ আরও অনেকে। ধারাবাহিকের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখছেন স্নেহাশিস চক্রবর্তী।
কালারস বাংলার সঙ্গে স্নেহাশিসের এটি দ্বিতীয় কাজ। এর আগে এই চ্যানেলের জন্য ‘বেনে বৌ’ বানিয়েছেন তিনি। বলাবাহুল্য, বাংলা ধারাবাহিকে ফিমেল প্রোটাগনিস্টদেরই জয়জয়কার। সেই জায়গায় দাঁড়িয়ে স্নেহাশিস চক্রবর্তী বানিয়েছেন একের পর এক পুরুষকেন্দ্রিক ধারাবাহিক। ভজগোবিন্দ, হৃদয়হরণ BA পাশ, খোকাবাবু, টেক্কা রাজা বাদশার নির্মাতা তিনিই। মহিলাদের নিয়েও গল্প বলা বাদ পড়ে না তাঁর। বাস্তবচিত্রকে সামনে রেখে এমন সব চরিত্রের মেয়েদের তিনি সামনে আনেন যাঁদের সঙ্গে অনেক দর্শকই নিজেদের জীবনের মিল খুঁজে পান। তেমনই দুটি চরিত্র কণক ও কাঁকন। অনেক ছোট বয়স থেকেই তাদের শুরু হয়েছে লড়াই। বলা ভাল, টিকে থাকার লড়াই। এরা ছেলেদের থেকে কোনও অংশে কম নয়।
ছোটপর্দায় শ্বেতার জার্নি অনেকদিনের। সেই সিঁদুর খেলা দিয়ে যাত্রা শুরু। এরপর ভালবাসা ডট কম, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, জয় কানহাইয়া লাল কি-তে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর এবার ‘কণক কাঁকন’। ছয়টি ধারাবাহিকে পরপর কাজ করে ফেললেন শ্বেতা ভট্টাচার্য। সেদিক থেকে দেখতে গেলে শ্রাবণী নতুন। ‘রাখী বন্ধন’ ধারাবাহিকে বড় বেলার রাখী চরিত্রে অভিনয় করছেন তিনি। এবার তিনি অ্যাথলিটের চরিত্রে।
ধারাবাহিকের শীর্ষ সঙ্গীত গেয়ছেন তৃষা পারুই। ক্যামেরায় রয়েছেন দেবব্রত মল্লিক। সম্পাদনায় বাপন প্রামাণিক।
১৫ এপ্রিল থেকে সোম থেকে শনি ঠিক রাত ৮ টায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক। ‘আলোয় ভুবন ভরা’ ধারাবাহিকের স্লটে আসছে ‘কণক কাঁকন’।