চার-এ 420

 

ছবির নাম যদি হয় চার-এ 420’, এক লহমায় ছবিটি সম্বন্ধে কী ধারণা হতে পারে সকলের?  ব্যাপারটা হয়ত খুব হাসি-ঠাট্টা-মজার। এই ছবিতেও হাসি মজার ফ্লেভার আছে বটে, তবে রয়েছে একটি সিরিয়াস বিষয়ও। ছবির পরিচালক আতিউল ইসলাম।

চার বন্ধুর গল্প নিয়ে বাংলা ছবি ‘চার-এ 420’ চারজন চার রকমের। এদের মধ্যে একজন হল সানি। সে বারবার বিভিন্ন মেয়ের প্রেমে পড়ে। কিন্তু স্বপ্নে আসে একটি অন্য মেয়ে, যাকে সে কখনও চোখে দেখেনি। যাদের সঙ্গে সে মেশে তাদের সবার থেকে সে বেশি ভালবাসে সেই স্বপ্নের মেয়েটিকে। একদিন ঘটে এক কাণ্ড। মেয়েটি স্বপ্নে এসে বলে তাকে বাঁচাতে। কেন? তার বাড়ি থেকে অন্যত্র বিয়ের ব্যবস্থা করা হয়েছে যাতে তার একেবারে মত নেই। সানিকে এই অবস্থা থেকে উদ্ধার করতে বলে সে। সানি এই কথা বন্ধুদের জানায়। বন্ধুরা ঠিক করে তারা খুঁজবে মেয়েটিকে। খোঁজ শুরু করে সকলে মিলে। ছবির গল্পে ট্যুইস্ট আসবে এখান থেকেই। তারপরে কী হল তা জানতে হলে দেখতে হবে এই ছবি।

কমেডি, অ্যাকশন, ড্রামা, সাসপেন্স সবের মিশেলে তৈরি হচ্ছে এই ছবি। আজ এই ছবির ফার্স্ট লুক লঞ্চ হতে চলেছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পার্থসারথি, খরাজ মুখোপাধ্যায়, রাজু মজুমদার, ইভলিনা চক্রবর্তী, অরুণ বন্দ্যোপাধ্যায়, পিয়া সেনগুপ্ত সহ আরও অনেকে। কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন রাশেদ। ছবির জন্য গান লিখছেন রাশেদ ও শান্তনু ভট্টাচার্য। সুরকার শান্তনু ভট্টাচার্য। কোরিওগ্রাফার পঙ্কজ। গান গাইছেন শান, অণ্বেষা, আকাশ, অর্ণব, শান্তনু, অংশুমান। ক্যামেরায় রঞ্জিত মণ্ডল।   

 

এটা শেয়ার করতে পারো

...

Loading...