Upcoming Film: কথাকলি নৃত্যশিল্পীর বেশে বলিউড অভিনেতা অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমারকে বিভিন্ন রূপে দেখেছে তাঁর অনুরাগীরা। সিনেমাতে চরিত্রের প্রয়োজনে কখনও তিনি বিজ্ঞানী, কখনও সেনানায়ক, আবার কখনও তিনি প্যাডম্যান। আর এবার তিনি দেখা দিলেন কথাকলি নৃত্যশিল্পীর বেশে। ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে তাঁর লুক।

কথাকলি নৃত্যশিল্পীর সাজে চেনাই যাচ্ছেনা তাকে। সাজের প্রয়োজনে নৃত্যশিল্পীর নিখুঁত রূপটান নিয়েছেন তিনি। তবে কেন এই বেশ? কারণ তাঁর আগামী সিনেমা ‘কেশরী চ্যাপ্টার ২’।

এই ছবি মূলত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি হয়েছে। সি শঙ্কর নায়ার -এর জীবনের আধারে তৈরি এই সিনেমা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এই ছবির ঝলক। ৩৯ সেকেন্ডের ভিডিও দেখে রীতিমত উৎসাহী সিনেমাপ্রমী মানুষেরা। অপেক্ষা করছে, কবে আসতে চলেছে আসন্ন সিনেমা। ইতিমধ্যেই অক্ষয়ের এই লুক প্রকাশ্যে আসতে অনুরাগীদের উৎসাহ তুঙ্গে। লুক প্রকাশ্যে এনে অক্ষয় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটি কোনও পোশাক নয়। এটি আমার জাতির প্রতীক। সি শঙ্কর নায়ার কোনও দিন অস্ত্র হাতে লড়াইয়ে নামেননি।”

খবর, এই ছবিতেন সি শঙ্কর নায়ারের জীবনের গল্পের এমন কিছু দিক তুলে ধরা হবে, যা যা পাঠ্যপুস্তকে কখনও বলা হয়নি। ১৮ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে এই সিনেমা।

এটা শেয়ার করতে পারো

...

Loading...