মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘কিলবিল সোসাইটি’ –র প্রথম গান “নেই তুমি আগের মতো”। এই সিনেমা হেমলক সোসাইটির সিক্যুয়েল। গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন অনুপম রায়। গেয়েছেন সোমলতা আচার্য। সোমলতা এক মন খারাপি আবহ তুলে ধরেছেন।
গোটা গান জুড়ে এক বিষাদগ্রস্থ মেয়ের ছবি ফুটে উঠেছে। যে নিজের কর্মজীবন ও নিজের সম্পর্কের বেড়াজালে পাগলপ্রায়। পর্দায় এই মেয়ে কৌশানী মুখোপাধ্যায় ওরফে পূর্ণা আইচ। এই গানটি পূর্ণার অতীত আর বর্তমানের টানাপোড়েনকে তুলে ধরেছে। একসময় নিজের শর্তে বাঁচা এক নারী আজ দাঁড়িয়ে আছে এমন এক সন্ধিক্ষণে, যেখানে তার প্রতিবাদ মিশে যাচ্ছে হতাশার সঙ্গে। পূর্ণা নিজের সিদ্ধান্তের ভারে ডুবে।
Read Also : একান্ন সতীপীঠের সাতকাহন: পর্ব- ১
এই গান পূর্ণা আইচকে দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। পূর্ণা ফিরে যেতে চায় তার ছোটবেলায়। গানের শেষে তাকে দেখা যায় এক খাদের ধারে, ঝাঁপ কেটে আত্মহত্যা করার চেষ্টায়। এই গানের সুরে একটাই প্রশ্ন বারবার ফিরে আসে যে, পূর্ণা কি আবার নিজের সেই পুরনো ‘আমি’কে ফিরে পাবে, নাকি সে ইতিমধ্যেই নিজের অনিবার্য পরিণতির কাছে আত্মসমর্পণ করেছে?
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। এছাড়াও এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়, সন্দীপ্তা সেন, বিশ্বনাথ বসু ইত্যাদি কলাকুশলীরা। আগামী ১১ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি।