মুক্তি পেল সৌভিক দে পরিচালিত ‘ব্রহ্মার্জুন’ সিনেমার অফিসিয়াল টিজার। এই ছবির প্রেক্ষাপটে রয়েছে ঝাড়খণ্ডের মাদক পাচারচক্র –র অন্ধকার দুনিয়া। বিরোধী গোষ্ঠীর লড়াই থেকে সম্পর্কের চড়াই-উতরাই নিয়ে তৈরি হয়েছে এই সিনেমার কাহিনি।
এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রোহান ভট্টাচার্য ও অনিন্দ্য সেনগুপ্ত। ব্রহ্মার চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা রোহন ভট্টাচার্য। অন্য দিকে, অর্জুনের চরিত্রে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত। ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, অমিত শেঠি প্রমুখ।
সিনেমার প্রেক্ষাপটে রয়েছে ঝাড়খণ্ডের বিশাল এলাকায় দুটি অঞ্চল গালুডি ও শেখমুলুক। গালুডির রাজত্ব চালায় নরেশ পাল ও তার দলবল আর শেখমুলুকের রাজত্ব চালায় আলম শেখ ও তার দলবল। মূলত গাঁজা পাচারকে কেন্দ্র করে চলে এক ক্ষমতা দখলের লড়াই। কিন্তু এই ক্ষমতা দখলের লড়াইয়ে ঢুকে পড়ে ব্রহ্মা ও অর্জুন। কীভাবে তারা দু’জন নরেশ পাল ও আলম শেখের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেই অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তার করে, এই নিয়েই আবর্ত হয়েছে গল্পের কাহিনি।
চলতি বছরের মে মাসে ২৫ তারিখ মুক্তি পাবে সিনেমাটি।