সৃজিত মুখোপাধ্যায় ও রানা সরকারের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির ‘শ্রীচৈতন্যদেব’ ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। জানা গেছে, এই চরিত্রের জন্য আগে যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়ের মতো খ্যাতনামা অভিনেতাদের কথা ভেবেছিলেন ছবির নির্মাতারা। কিন্তু সব জল্পনা কাটিয়ে শেষ অবধি দিব্যজ্যোতিকেই তাঁর সিনেমার নায়ক হিসেবে বেছে নিলেন সৃজিত মুখ্যোপাধ্যায়।
দোলের সকালে গৌরবর্ণে ঘিয়ে রঙের সিল্কের পাঞ্জাবি ও কপালে তিলক কেটে বৈষ্ণবদের মতো সাজে দেখা দিয়েছেন দিব্যজ্যোতি। এই সাজে তাঁকে গৌরাঙ্গ রূপে মনে ধরেছে অনুরাগীদের।
টলিউডের খবর অনুযায়ী, গৌরাঙ্গের গায়ের রং সোনার মতো, জানু পর্যন্ত লম্বা বাহু, পদ্মের পাপড়ির মতো চোখ। চেহারার এই বর্ণনার সঙ্গে দিব্যজ্যোতির চেহারা অনেকটাই মিলে যায়। এছাড়াও এই ছবিতে গৌরাঙ্গের ২৪ থেকে ৪৮ বছর বয়স পর্যন্ত দেখানো হবে। দিব্যজ্যোতি এখন ২৪, যা এই সিনেমার জন্য যথাযথ।
বর্তমানে দিব্যজ্যোতি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে নায়ক ভূমিকায় অভিনয় করেছেন। এই সিরিয়াল দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয়। এছাড়াও পূর্বে ছোটপর্দার নানা চরিত্রে দিব্যজ্যোতি নিজের শিল্পসত্তার প্রমাণ দিয়েছে। বড়োপর্দায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এটাই তাঁর প্রথম কাজ। চরিত্রের উপযুক্ত হয়ে উঠতে ইতিমধ্যেই চৈতন্যদেবকে নিয়ে পড়াশোনা শুরু করেছেন অভিনেতা। জুন মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে। ‘শ্রীচৈতন্যদেব’ চরিত্রে কতটা সফল হবে দিব্যজ্যোতি? তা জানা শুধুমাত্র সময়ের অপেক্ষা।