Upcoming 2024 Cars: চলতি বছরেই বাজারে লঞ্চ হতে চলেছে বহু গাড়ি, কোন গাড়িগুলি রয়েছে সেই তালিকায়?

ভারতীয় অটো বাজারে চলতি বছরের প্রথম চার মাসের মধ্যেই বিভিন্ন সেগমেন্টে অনেকগুলি নতুন গাড়ি লঞ্চ করা হয়েছে। যত মাস এগোচ্ছে গাড়ি লঞ্চের আগ্রহ বেড়েই চলেছে অটোমেকারদের মধ্যে। দেখা যাচ্ছে আগামী মাসেই অনেক নতুন নতুন মডেল নিয়ে আসার পরিকল্পনা করছে বিভিন্ন কোম্পানি।

ভাবছেন আগামী দিনে গাড়ি কিনবেন? তাহলে চলুন দেরি না করে এক ঝলকে দেখে নিই এই উৎসব মরসুমে সবচেয়ে প্রতীক্ষিত নতুন গাড়ি লঞ্চ হবে কোনগুলি। 

প্রথমেই রয়েছে টাটা অ্যালট্রোজ রেসার। ২০২৪ সালের জুন মাসেই স্পোর্টি লুক নিয়ে আসছে এই গাড়ি। এক কথায় বলা যেতে পারে অ্যালট্রোজ একটি স্পোর্টি সংস্করণ হচ্ছে এই গাড়ি। এই আসন্ন মডেলটিতে ১.২ লিটার, ৩ সিলিন্ডার টার্বো পেট্রোল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এছাড়াএই ইঞ্জিনটি ১২০ bhp শক্তি এবনহ ১৭০ Nm টর্ক জেনারেট করতে টিউন করা হবে।

দেখা গিয়েছে অ্যালট্রোজ আই টার্বো-র তুলনায়, রেসার ১০ bhp বেশি সর্বোচ্চ শক্তি এবং ৩০ Nm টর্ক জেনারেট করবে। এছাড়া একটি একক ৬-স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সাথে আসছে এই গাড়ি। 

দ্বিতীয় স্থানে রয়েছে মাহিন্দ্রা থার ৫-দরজা। চলতি বছরের ১৫ আগস্ট চালু হওয়ার কথা এই লাইফস্টাইল অফ-রোড SUVটি । ফলে, উৎপাদনের জন্য প্রস্তুত মাহিন্দ্রার থার আরমাদা। এছাড়া জানা গিয়েছে যে মডেল লাইনআপে তিনটি ভেরিয়েন্টে আসতে পারে, যার মধ্যে স্করপিও এন-এর ২.২ লিটার ডিজেল এবং ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, 2WD এবং 4WD দুই গিয়ারবক্স দেওয়া হবে এই গাড়িতে।

পরবর্তী স্থানে রয়েছে ২০২৪ মারুতি ডিজায়ার। মারুতির পরবর্তী বড় লঞ্চ হবে এই মারুতি সুজুকি ডিজায়ার। কম্প্যাক্ট সেডান। নতুন প্রজন্মের সুইফট হ্যাচব্যাকের সাথে কিছু ডিজাইন এবং নতুন জেড-সিরিজ পেট্রোল ইঞ্জিন শেয়ার করবে এই গাড়ি, যা সম্প্রতি লঞ্চ করা হয়েছে। জানা গিয়েছে এই গাড়ির ইন্টেরিয়র লেআউট হবে রেনল্ট এবং ব্যালেনোর মতো। এটি একটি সেগমেন্ট-প্রথম সিঙ্গেল-পেন সানরুফ এবং একটি ৩৬০-ডিগ্রি ক্যামেরা সহ দেখা গেছে।

টাটা কার্ভ ইভি। এই বছরের উৎসব মরসুম পর্যন্ত স্থগিত করা হয়েছে এই গাড়ির লঞ্চ। এর আগে কুপ এসইউভি চলতি বছরের মাঝামাঝি লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে টাটা কোম্পানি প্রথমে একটি বৈদ্যুতিক পাওয়ারট্রেন সহ কার্ভ চালু করবে। নেক্সনের চেয়েও প্রায় ৩১৩ মিমি লম্বা এবং এর হুইল্বেস ৬২ মিমি লম্বা হবে বলেই জানা গিয়েছে। এছাড়া একটি ৪ স্পোক ইলুমিনেটেড স্টিয়ারিং হুইল, ১০.২৫-ইঞ্চি ডুয়াল স্ক্রিন, সুইচগিয়ার এবং কিছু বৈশিষ্ট্য নেক্সন থেকে নেওয়া হবে। এছাড়া ৩৬০-ডিগ্রি ক্যামেরা, বায়ুচলাচল আসন এবং ওয়্যারলেস ফোন চার্জারও থাকবে এই গাড়িতে।

এরপরে রয়েছে সিট্রোয়েন ব্যাসাল্ট। ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হওয়ার কথা রয়েছে সিট্রোয়েনের ব্যাসাল্ট কুপ এসইউভিটি। C3 Aircross SUV, C3 হ্যাচব্যাক এবং eC3 EV-এর পরে, এটি কোম্পানির C-Cubed প্রোগ্রামের অধীনে চতুর্থ অফার হবে বলেই জানা গিয়েছে। এটি একমাত্র ১.২ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সাথে লঞ্চ করা হবে যা ১১০ bhp শক্তি উৎপন্ন করে। এছাড়া এই ইঞ্জিনটি ম্যানুয়াল এবং টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকবে।

তালিকা থেকে বাদ যায়নি কিয়া। আসছে নতুন কিয়া কার্নিভাল। ২০২৩ সালের অটো এক্সপোতে KA4 ধারণা হিসাবে প্রদর্শিত হয়েছিল কিয়া কার্নিভাল ফেসলিফ্ট। এবার ২০২৪ সালের দ্বিতীয়ার্ধে লঞ্চ হবে গাড়িটি। প্রিমিয়াম MPV ভিতরে এবং বাইরে বড় পরিবর্তন আনবে এই গাড়িটি। তবে, ইঞ্জিনের কোনও পরিবর্তন হবে না বলেই মনে করা হচ্ছে। জানা গিয়েছে এই নতুন প্রজন্মের মডেলটি আগের মতোই ২.২ লিটার ডিজেল ইঞ্জিন এবং স্বয়ংক্রিয় গিয়ারবক্স দিয়ে বাজারে আসবে। এটি তিনটি পাওয়ারট্রেন দিয়ে দেওয়া হয়; ১.৬ লিটার পেট্রোল হাইব্রিড, ৩.৫ লিটার পেট্রোল এবং ২.২ লিটার ডিজেল। ভারতে, এটি ৭ এবং ৯-সিটের সাথে অফার করা হবে বলেই জানা গিয়েছে।

সর্বশেষে রয়েছে এমজি ক্লাউড ইভি। এই বছর এমজি মোটর ইন্ডিয়া বাজারে গ্রাহকদের জন্য এক্টী নতুন ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে। তবে এখনও পর্যন্ত এই এভিটির কী নাম হবে, সেটা প্রকাশ্যে আনে নিই। তবে এটি MG Cloud EV হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়া মডেলটির দৈর্ঘ্য প্রায় ৪.৩ মিটার হবে এবং এর হুইলবেস ২,৭০০ মিমি হবে। দাম ২০ লাখ টাকার নীচে হবে বলেই মনে করা হচ্ছে।

তাহলে কী ভাবছেন এখন থেকেই ঠিক করে রাখুন, কোন গাড়িটিকে বাড়িতে আনবেন।

বিশদে জানতে চাইলে যোগাযোগ করতে পারেন টাটা ও সিট্রোয়েনের ডিলারদের সঙ্গে।

  • সিট্রোয়েন

ব্যানার্জি সিট্রোয়েন- শোরুম রয়েছে আসানসোল এলাকায়।

কল করুন এই নম্বরে- +91 9046007701

  • টাটা

ব্যানার্জি টাটা:

শোরুমগুলি বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বোলপুর, সুরি, রামপুরহাট এবং কালনায় অবস্থিত।

কল করুন - +91 7477792320

এটা শেয়ার করতে পারো

...

Loading...